এক্সপ্লোর
Bollywood: একাধিক দেশে নিষিদ্ধ 'টাইগার ৩'? তালিকায় এর আগের কিছু বলিউডি ছবি
Banned Movies: সাম্প্রতিক সূত্র মারফৎ খবর, ওমান, কাতার ও কুয়েতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে 'টাইগার ৩'। তালিকায় এমনই আরও কিছু বলিউডি ছবি যেগুলি নানা কারণে নানা দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10

সাম্প্রতিক সূত্র মারফৎ পাওয়া খবর অনুযায়ী, সলমন খানের 'টাইগার ৩'-কে ওমান, কাতার ও কুয়েতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইসলাম ধর্মাবলম্বী দেশ ও চরিত্রদের নেতিবাচকতার সঙ্গে দেখানো হয়েছে এই অভিযোগেই ছবিটি নিষিদ্ধ করা হয়েছে বলে খবর।
2/10

এই তালিকায় আছে 'দ্য কাশ্মীর ফাইলস'। শোনা যায়, সিঙ্গাপুরে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি নিষিদ্ধ করা হয় দুই সম্প্রদায়ের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে সেই আশঙ্কায়।
Published at : 11 Nov 2023 06:37 AM (IST)
আরও দেখুন






















