এক্সপ্লোর
Nusrat Jahan Baby Bump Pic: পাহাড়ের কোলে নুসরত, প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি?

নুসরত জাহান
1/9

সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মঞ্চ, চর্চার কেন্দ্রবিন্দুতে একটাই নাম, নুসরত জাহান। তাঁর বৈবাহিক সম্পর্ক ও সন্তান নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন বহু মানুষ। নেটিজেনরাও বিভিন্ন মন্তব্য করেছেন। তবে নিজের সন্তানকে নিয়ে এখনও মুখ খোলেননি নুসরত নিজে।
2/9

গতকাল সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নুসরত জাহান। পিতৃদিবসে নিজের এই ছবি শেয়ার করে নুসরত লিখেছেন, 'দয়া সবকিছু বদলে দেয়।'
3/9

নুসরতের শেয়ার করে ছবিতে তাঁর গায়ে একটি স্ট্রোল রয়েছে। তাই দিয়েই নিজেকে ঢেকে রয়েছেন তিনি। যদিও ছবিতে স্পষ্ট নয় তাঁর বেবি বাম্প।
4/9

সম্প্রতি পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন নুসরত। এই ছবিটি সেই সিরিজ থেকেই নেওয়া। সূত্রের খবর, নুসরতের সেই ভ্রমণে সঙ্গী হয়েছিলেন যশ।
5/9

সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছিল নুসরতের ছবি। সেখানে স্পষ্ট নুসরতের বেবি বাম্প। ছবিতে নুসরতের সঙ্গে দেখা গিয়েছে তনুশ্রী চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।
6/9

কিছুদিন আগে বিশ্ব পরিবেশ দিবসে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করেছিলেন নুসরত। সেই ছবিতেও একই পোশাক পরে দেখা গিয়েছে নুসরতকে।
7/9

নুসরতের বৈবাহিক জীবন, সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল ট্রোল মিম। তাতে অবশ্য পাত্তা দেননি অভিনেত্রী। নিজের মত করেই ভালো থাকার চেষ্টা করেছেন তিনি। সম্প্রতি বৃষ্টির দিনে ছুটি কাটিয়েও এসেছেন নুসরত। সূত্রের খবর, সেখানে তাঁর সঙ্গে গিয়েছিলেন যশও। এস ও এস কলকাতা ছবির শ্যুটিং করার সময়ই ঘনিষ্ঠ হয় যশ ও নুসরত। যদিও দুজনের কেউই এখনও সেই বিষয়ে মুখ খোলেননি।
8/9

কয়েকদিন আগেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আরও একটি অর্থপূর্ণ বার্তা লিখেছিলেন নুসরত। তিনি লিখেছিলেন, 'যতদিন না একজন মহিলা শক্তিশালী হচ্ছে, ততদিন সবাই চায় সে শক্তিশালী হোক। এবং তারপর সবাই তাকে অন্য চোখে দেখতে শুরু করে। কিন্তু একজন শক্তিশালী মহিলা আগেও কারও কথা শুনত না, আর এখনও শুনবে না।' এর আগে অপর একটি স্টেটাস শেয়ার করে নুসরত লিখেছিলেন, 'আমাদের সবার জীবনেই এমন একজন মানুষ চাই যে আমাদের বিচার করবে না, শুধু আমাদের মনের আবেগ, অনুভূতিগুলো ভাগ করে নেবে।'
9/9

ছবি সৌজন্যে: নুসরত জাহানের ইনস্টাগ্রাম
Published at : 21 Jun 2021 03:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
