এক্সপ্লোর
Tollywood Marriage: প্রিয় মানুষের হাত ধরে শুরু করলেন নতুন জীবন, ২০২৩-এ জীবনসঙ্গী পেলেন যে টলি তারকারা
Tollywood Marriage Year Ender: এক ঝলকে দেখে নেওয়া যাক টলিপাড়ার মিষ্টি প্রেমের গল্পদের। এক নজর দেখে নেওয়া যাক... টলিউডে এই বছর জীবনের নতুন ইনিংস শুরু করলেন কারা কারা?

এক ঝলকে দেখে নেওয়া যাক টলিপাড়ার মিষ্টি প্রেমের গল্পদের....
1/10

এই বছর টলিউডেও নিজের ভালবাসাকে খুঁজে পেয়েছেন অনেকেই। তারা কারা? এক ঝলকে দেখে নেওয়া যাক টলিপাড়ার মিষ্টি প্রেমের গল্পদের। এক নজর দেখে নেওয়া যাক... টলিউডে এই বছর জীবনের নতুন ইনিংস শুরু করলেন কারা কারা?
2/10

পরম-পিয়ার আইনি-বিয়ে: যাঁকে বলা হত টলিপাড়ার সবচেয়ে 'এলিজেবল ব্যাচেলর', তাঁর বিয়ে যে চর্চা হবে সে আর নতুন কী! এই বছর সবচেয়ে বেশি চর্চায় থেকেছে পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee)-র বিয়ে। ২৭ নভেম্বর কার্যত হঠাৎ করে এবং লোকচক্ষুর আড়ালে বিয়ে করেন পরমব্রত। সমাজকর্মী পিয়া চক্রবর্তীর সঙ্গে আইনি বিবাহ সারেন তিনি। এরপরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনেন সেই ছবি। তবে এই বিয়ে নিয়ে চর্চা হয়েছে কেবল পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে বলেই নয়। পিয়াও যথেষ্ট চর্চিত চরিত্র। পিয়া সঙ্গীতশিল্পী অনুপম রায়ের (Anupam Roy) প্রাক্তন স্ত্রী। ২০২১ সালে অনুপম ও পিয়ার সম্পর্কের ইতি হয়েছিল। তখনই চর্চায় এসেছিল পিয়ার সঙ্গে পরমব্রতর সম্পর্কের চর্চা। অবশেষে টলিউডের জনপ্রিয় নায়ক ও পিয়া বিয়ে সারেন। আইনি বিয়ে সারার পরে, টলিউড ও বন্ধুদের নিয়ে তাঁরা একটি পার্টিও দিয়েছিলেন।
3/10

সৌরভ-দর্শনার জমকালো বিয়ে: এই বছরের অন্যতম 'বিগ ফ্যাট ওয়েডিং' ছিল সৌরভ দাস (Sourav Das) ও দর্শনা বণিকের (Darshana Banik) বিবাহ। তাঁদের প্রেমের গুঞ্জন টলিউডে ছড়ালেও, নিজেদের প্রেমের কথা চিরকালই গোপন রেখেছিলেন তাঁরা। স্বীকার করেননি কখনোই। হঠাৎ তাঁদের বিয়ের খবরে বেশ অবাকই হয়েছিলেন সবাই। জাঁকজমকপূর্ণ সেই বিয়েবাড়িতে হাজির ছিলেন কার্যত গোটা টলিউড। বিয়ের সাজ থেকে শুরু করে মেনুর সবকিছুতেই ছিল সাবেকিয়ানার ছোঁয়া।
4/10

দুর্নিবার-মোহরের সাত পাক: সা রে গা মা পা (Sa Re Gaa Maa Paa) খ্যাত দুর্নিবার সাহা (Durnibar Saha) ও ৯ই মার্চ বিয়ে সারলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) ব্যক্তিগত সহকারী মোহর সেনের সঙ্গে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক তারকারা। যদিও এই বিয়ের পর নেট-দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। কারণ এটি দুর্নিবার সাহার দ্বিতীয় বিয়ে। ২০২১ সালে সামাজিক ভাবে বিয়ে সারেন। কিন্তু এক বছর কাটতে না কাটতেই বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। বলা বাহুল্য... সেই খবর ছিল একেবারে সত্যি। ২০২২ সালে দুর্নিবার ও মোহর সেনের সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে। অবশেষে চলতি বছরেই সাত পাকে বাঁধা পড়েন তাঁরা।
5/10

সন্দীপ্তা-সৌম্যর স্বপ্নের বিয়ে: তাঁদের প্রেমের কথা প্রকাশ্যে এসেছিল চলতি বছরেই। আর বছর শেষে স্বপ্নের বিয়ে সারলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen) ও একটি ওটিটি প্ল্যাটফর্মের CEO সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। প্রথমে বাগদান ও তারপরে বাঙালি প্রথায় বিয়ে সারেন অভিনেত্রী। নিজের বিয়ের জন্য দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করেছিলেন সন্দীপ্তা। পোশাক থেকে শুরু করে বিয়ের আচার... সব কিছুতেই স্বপ্নপূরণ করে নিয়েছিলেন সন্দীপ্তা।
6/10

রুশার নতুন ইনিংস: বিয়ে করে নিজের কেরিয়ার থেকে দূরে সরেছেন, এমন উদাহরণ কম নেই। জনপ্রিয় অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়ও সেই দলেই নাম লেখালেন। দীর্ঘ ১৩ বছরের কেরিয়ার ছেড়ে অনুরণন রায়চৌধুরীর সঙ্গে বিয়ে সারেন তিনি। অনুরণন পেশায় ইঞ্জিনিয়ার। আপাতত দেশ ছেড়ে বিদেশে গিয়ে সংসার পেতেছেন রুশা।
7/10

শ্রুতি-স্বর্ণেন্দুর প্রেমের পরিণতি: ছোটপর্দার এই অভিনেত্রী আর পরিচালকের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। তাঁদের সম্পর্ক কটাক্ষেরও শিকার হয়েছিল বহুবার। তাঁদের বয়সের পার্থক্য থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে বারে বারে চর্চায় উঠে এসেছিলেন এই জুটি। অবশেষে আইনি বিয়ে সারলেন স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddhar) ও শ্রুতি দাস (Shruti Das)। খুব স্বল্প আমন্ত্রিতদের নিয়ে, অভিনব পোশাকে বিয়ে সারেন এই জুটি। অগ্নিসাক্ষী-সিঁদুরদান করলেও শ্রুতি-স্বর্ণেন্দু জানান, এ তাঁদের আইনি বিয়ে। আগামীতে সামাজিক বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
8/10

মিষ্টি আর রেমোর বিয়ে: দীর্ঘ ১৪ বছরের সম্পর্কে সিলমোহর পড়ল অভিনেত্রী মিষ্টি সিংহের (Misti Singh)। প্রেমিক রেমোর সঙ্গে এই বছরেই সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও এই সমস্ত ছবি শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী।
9/10

সুদীপ্তা-সৌম্যর রাজকীয় বিয়ে: ৩ বছর চুটিয়ে প্রেম করার পর তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সৌম্য বক্সীর (Soumya Bakshi) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন টলিপাড়ার জনপ্রিয় নায়িকা সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Bandhopadhay)। রাজকীয় সেই বিয়ের আনন্দে সামিল হয়েছিল গোটা টলিউড।
10/10

চলতি বছরেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) ও অভিনেতা উদয় প্রতাপ সিংহ (Uday Pratap Singh)। তাঁদের প্রেমের গল্প অজানা ছিল না কারোরই। ২৮ জুন, বুধবার বিয়ে সারেন টলিপাড়ার এই জুটি। সবার অলক্ষ্যে, একেবারে বলিউডি সাজে নতুন জীবন শুরু করেন তাঁরা।
Published at : 29 Dec 2023 04:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
