এক্সপ্লোর
Tollywood Marriage: প্রিয় মানুষের হাত ধরে শুরু করলেন নতুন জীবন, ২০২৩-এ জীবনসঙ্গী পেলেন যে টলি তারকারা
Tollywood Marriage Year Ender: এক ঝলকে দেখে নেওয়া যাক টলিপাড়ার মিষ্টি প্রেমের গল্পদের। এক নজর দেখে নেওয়া যাক... টলিউডে এই বছর জীবনের নতুন ইনিংস শুরু করলেন কারা কারা?
এক ঝলকে দেখে নেওয়া যাক টলিপাড়ার মিষ্টি প্রেমের গল্পদের....
1/10

এই বছর টলিউডেও নিজের ভালবাসাকে খুঁজে পেয়েছেন অনেকেই। তারা কারা? এক ঝলকে দেখে নেওয়া যাক টলিপাড়ার মিষ্টি প্রেমের গল্পদের। এক নজর দেখে নেওয়া যাক... টলিউডে এই বছর জীবনের নতুন ইনিংস শুরু করলেন কারা কারা?
2/10

পরম-পিয়ার আইনি-বিয়ে: যাঁকে বলা হত টলিপাড়ার সবচেয়ে 'এলিজেবল ব্যাচেলর', তাঁর বিয়ে যে চর্চা হবে সে আর নতুন কী! এই বছর সবচেয়ে বেশি চর্চায় থেকেছে পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee)-র বিয়ে। ২৭ নভেম্বর কার্যত হঠাৎ করে এবং লোকচক্ষুর আড়ালে বিয়ে করেন পরমব্রত। সমাজকর্মী পিয়া চক্রবর্তীর সঙ্গে আইনি বিবাহ সারেন তিনি। এরপরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনেন সেই ছবি। তবে এই বিয়ে নিয়ে চর্চা হয়েছে কেবল পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে বলেই নয়। পিয়াও যথেষ্ট চর্চিত চরিত্র। পিয়া সঙ্গীতশিল্পী অনুপম রায়ের (Anupam Roy) প্রাক্তন স্ত্রী। ২০২১ সালে অনুপম ও পিয়ার সম্পর্কের ইতি হয়েছিল। তখনই চর্চায় এসেছিল পিয়ার সঙ্গে পরমব্রতর সম্পর্কের চর্চা। অবশেষে টলিউডের জনপ্রিয় নায়ক ও পিয়া বিয়ে সারেন। আইনি বিয়ে সারার পরে, টলিউড ও বন্ধুদের নিয়ে তাঁরা একটি পার্টিও দিয়েছিলেন।
Published at : 29 Dec 2023 04:54 PM (IST)
আরও দেখুন






















