এক্সপ্লোর
Saif Ali Khan Birthday: ৫৩ পূরণ নবাবপুত্রের, পর্দায় সেফ আলি খানের ১০ নজরকাড়া পারফর্ম্যান্স
Saif Ali Khan: ৫৩ বছর পূর্ণ করলেন বলিউড তারকা সেফ আলি খান। দক্ষ অভিনেতা, বহুমুখী প্রতিভার অধিকারী নবাবপুত্রের কিছু ছক ভাঙা অভিনয়।

ছবি সৌজন্য: পিটিআই
1/10

ওমকারা - সেফ আলি খানের ব্যতিক্রমী কিছু পারফর্ম্যান্সের কথা বললেই এই ছবির নাম আসবে মাথায়। 'লংড়া ত্যাগী'র ভূমিকায় অনবদ্য ছিল সেফের অভিনয়।
2/10

লাল কপ্তান - ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত এই ছবিতে গোসেইনের ভূমিকায় দেখা যায় অভিনেতাকে। প্রতিহিংসা পরায়ণ এক শিকারীর গল্প বলে এই ছবি।
3/10

কালাকান্ডি - ২০১৮ সালে মুক্তি পায় 'কালাকান্ডি'। সেফের চরিত্রের নাম ছিল রিলিন। নজর কাড়ে তাঁর কাজ।
4/10

কুরবান - এই ছবিতে মুখ্য চরিত্র খালিদের ভূমিকায় দেখা যায় সেফকে। তাঁর বিপরীতে অভিনয় করেন করিনা কপূর খান।
5/10

বিক্রম বেদা - দক্ষিণের জনপ্রিয় ছবির হিন্দি সংস্করণে সেফ আলি খানকে বিক্রমের ভূমিকায় দেখা যায়। সৎ পুলিশ অফিসার যে দুষ্টের দমনে এগিয়ে আসেন।
6/10

সেক্রেড গেমস - শুধুমাত্র সিনেমাই নয়, সেফ আলি খানের কর্মজীবনে বড় অংশজুড়ে রয়েছে 'সেক্রেড গেমস'।
7/10

তানহাজি - পিরিয়ড ড্রামা 'তানহাজি'তেও চুটিয়ে অভিনয় করেছেন সেফ। নেতিবাচক চরিত্রে দেখা গেছে তাঁকে এই ছবিতে।
8/10

তাণ্ডব - থ্রিলার ঘরানার এই সিরিজে উচ্চাকাঙ্ক্ষী রাজনীতিকের চরিত্রে দেখা যায় সেফকে। নজর কাড়ে তাঁর অভিনয়।
9/10

গো গোয়া গন - ২০১৩ সালের এটি মূলত জম্বি অ্যাকশন কমেডি ঘরানার ছবি। সেখানেও সেফকে পছন্দ করেছিলেন দর্শক।
10/10

পরিণীতা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিতে বিদ্যা বালানের বিপরীতে দেখা গিয়েছিল সেফ আলি খানকে। মিষ্টি চরিত্রে নজর কাড়েন।
Published at : 16 Aug 2023 11:16 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
