এক্সপ্লোর
Trina Birthday Celebration: সিনেমা আর ধারাবাহিক ঘিরে রইল তৃণার জন্মদিন, কেক কাটলেন কার সঙ্গে?
Trina Saha Birthday Celebration: ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে রয়েছেন যীশু ও নীলাঞ্জনা। প্রযোজক ও সহ অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গেই জন্মদিন পালন করলেন তৃণা। রইল কেক, উপহারও।
একদিকে জন্মদিনে নতুন ছবির খবর, অন্যদিকে যীশু-নীলাঞ্জনার সঙ্গে কেক কাটলেন তৃণা
1/10

জন্মদিনে মুক্তি পেয়েছে নতুন ছবির টিজার। তবে, কেবল ছবি নয়, ধারাবাহিকের মুখ্যভূমিকাতেও কাজ করছেন তিনি। আর নতুন ধারাবাহিকের কলাকুশলী ও প্রযোজকদের সঙ্গে কেক কাটলেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)।
2/10

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই ছবিও। এছাড়া তো স্বামী নীল ভট্টাচার্য্যের (Neel Bhattacharyya)-র সঙ্গে বিশেষ পরিকল্পনা তো ছিলই।
Published at : 24 Jan 2024 04:18 PM (IST)
আরও দেখুন






















