এক্সপ্লোর
Aashka Goradia: অভিনয় থেকে ব্যবসা, যা ছুঁয়েছেন, সোনা ফলিয়েছেন, ৮২০ কোটির সাম্রাজ্য অভিনেত্রী আশকার
Renee Cosmetics Worth: অভিনয় ছেড়ে ব্যবসায় মনোনিবেশ করেছিলেন। দু’বছরের মধ্যেই সাফল্যের শিখরে আশকা গোরাডিয়া।
![Renee Cosmetics Worth: অভিনয় ছেড়ে ব্যবসায় মনোনিবেশ করেছিলেন। দু’বছরের মধ্যেই সাফল্যের শিখরে আশকা গোরাডিয়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/05/8f0cd8753286042901a4aaf46790c2e01691222307105338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
1/10
![মেয়েদের বিচার-বুদ্ধি দিয়ে প্রশ্ন তোলার লোকের অভাব নেই। কারও মতে, রান্নাঘরই আদর্শ জায়গয়া মেয়েদের। কেউ আবার বিয়ে-সংসারকেই মেয়েদের ভবিতব্য বলে মনে করেন। নিত্যদিন এসবের মোকাবিলা করেই এগোতে হয় মেয়েদের। নিজেদের প্রমাণ করতে হয়। সেই তালিকায় নাম রয়েছে অভিনেত্রী আশকা গোরাডিয়ারও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/05/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880061151.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মেয়েদের বিচার-বুদ্ধি দিয়ে প্রশ্ন তোলার লোকের অভাব নেই। কারও মতে, রান্নাঘরই আদর্শ জায়গয়া মেয়েদের। কেউ আবার বিয়ে-সংসারকেই মেয়েদের ভবিতব্য বলে মনে করেন। নিত্যদিন এসবের মোকাবিলা করেই এগোতে হয় মেয়েদের। নিজেদের প্রমাণ করতে হয়। সেই তালিকায় নাম রয়েছে অভিনেত্রী আশকা গোরাডিয়ারও।
2/10
![টেলিভিশনের অতি পরিচিত মুখ আশকা। একাধিক জনপ্রিয় সিরিয়াল, রিয়্যালিটি শো-তে দেখা গিয়েছে তাঁকে। ব্যক্তিগত জীবনে নানা ঘাত-প্রতিঘাত পেরোতে হয়েছে। ১০ বছর ধরে ঝুলিয়ে রেখে, বিয়ে-সংসারের স্বপ্ন দেখিয়ে প্রাক্তন মুখ ফিরিয়ে নিয়েছিলেন বলে জানিয়েছিলেন আশকা। কোনও যুক্তি বা কারণটুকুও নাকি দেওয়ার প্রয়োজন বোধ করেননি আশকার প্রাক্তন!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/05/799bad5a3b514f096e69bbc4a7896cd9885dc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
টেলিভিশনের অতি পরিচিত মুখ আশকা। একাধিক জনপ্রিয় সিরিয়াল, রিয়্যালিটি শো-তে দেখা গিয়েছে তাঁকে। ব্যক্তিগত জীবনে নানা ঘাত-প্রতিঘাত পেরোতে হয়েছে। ১০ বছর ধরে ঝুলিয়ে রেখে, বিয়ে-সংসারের স্বপ্ন দেখিয়ে প্রাক্তন মুখ ফিরিয়ে নিয়েছিলেন বলে জানিয়েছিলেন আশকা। কোনও যুক্তি বা কারণটুকুও নাকি দেওয়ার প্রয়োজন বোধ করেননি আশকার প্রাক্তন!
3/10
![তাতে আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকেছিল অভিনেত্রী আশকার। টুকটাক কাজ করে গেলেও, মানসিক শান্তি খুঁজে পাচ্ছিলেন না, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তাড়িয়ে বেড়াচ্ছিল তাঁকে। কিন্তু বিগত কয়েক বছরে পুরনো আশকা বদলে গিয়েছেন অনেকটাই। শুধু সংসারই হয়নি তাঁর, ৮২০ কোটি টাকার নিজস্ব সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/05/032b2cc936860b03048302d991c3498ff1765.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাতে আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকেছিল অভিনেত্রী আশকার। টুকটাক কাজ করে গেলেও, মানসিক শান্তি খুঁজে পাচ্ছিলেন না, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তাড়িয়ে বেড়াচ্ছিল তাঁকে। কিন্তু বিগত কয়েক বছরে পুরনো আশকা বদলে গিয়েছেন অনেকটাই। শুধু সংসারই হয়নি তাঁর, ৮২০ কোটি টাকার নিজস্ব সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি।
4/10
![বেশ কয়েক বছর ধরেই অভিনয় করতে তেমন দেখা যায়নি আশকাকে। কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই দীর্ঘ ২০ বছরের অভিনয়জীবনকে বিদায় জানান ২০২১ সালে। আর এই দু’বছরেই ব্যবসা জগতে নিজস্ব আলাদা পরিচিতি তৈরি করে ফেলেছেন তিনি। অনলাইন প্রসাধনী বিপণণ সংস্থা Nykaa-র সিইও ফাল্গুনী নায়ার থেকে প্রসাধনী সংস্থা Sugar-এর মালকিন বিনীতা সিংহদের সঙ্গে এক সারিতে চলে এসেছেন আশকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/05/18e2999891374a475d0687ca9f989d837fff1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বেশ কয়েক বছর ধরেই অভিনয় করতে তেমন দেখা যায়নি আশকাকে। কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই দীর্ঘ ২০ বছরের অভিনয়জীবনকে বিদায় জানান ২০২১ সালে। আর এই দু’বছরেই ব্যবসা জগতে নিজস্ব আলাদা পরিচিতি তৈরি করে ফেলেছেন তিনি। অনলাইন প্রসাধনী বিপণণ সংস্থা Nykaa-র সিইও ফাল্গুনী নায়ার থেকে প্রসাধনী সংস্থা Sugar-এর মালকিন বিনীতা সিংহদের সঙ্গে এক সারিতে চলে এসেছেন আশকা।
5/10
![২০২০ সালে নিজের মেকআপ এবং প্রসাধনী সংস্থা Renee Cosmetics-এর প্রতিষ্ঠা করেন আশকা। অভিনয় এবং ব্যবসা, দু’দিকই মোটামুটি চালিয়ে যাচ্ছিলেন। পরবর্তী কালে কলেজের দুই বন্ধু প্রিয়ঙ্ক শাহ এবং আশুতোষ বালানি আশকার সংস্থায় বিনিয়োগের সিদ্ধান্ত নেন। ত্রয়ীর হাত ধরে নতুন রূপে আত্মপ্রকাশ করে Renee Cosmetics.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/05/d0096ec6c83575373e3a21d129ff8fef006c2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০২০ সালে নিজের মেকআপ এবং প্রসাধনী সংস্থা Renee Cosmetics-এর প্রতিষ্ঠা করেন আশকা। অভিনয় এবং ব্যবসা, দু’দিকই মোটামুটি চালিয়ে যাচ্ছিলেন। পরবর্তী কালে কলেজের দুই বন্ধু প্রিয়ঙ্ক শাহ এবং আশুতোষ বালানি আশকার সংস্থায় বিনিয়োগের সিদ্ধান্ত নেন। ত্রয়ীর হাত ধরে নতুন রূপে আত্মপ্রকাশ করে Renee Cosmetics.
6/10
![বর্তমানে Renee Cosmetics-এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে নাম রয়েছে প্রিয়ঙ্ক এবং আশুতোষের। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা হিসেবে নাম রয়েছে আশকারও। সেই সঙ্গে সংস্থার ডিরেক্টরও তিনি। অভিনয়কে বিদায় জানানোর পর ব্যবসাকে দাঁড় করাতে উঠেপড়ে লাগেন আশকা। আর তাতেই স্বপ্নাতীত সাফল্য মিলেছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/05/fe5df232cafa4c4e0f1a0294418e56603bd39.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বর্তমানে Renee Cosmetics-এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে নাম রয়েছে প্রিয়ঙ্ক এবং আশুতোষের। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা হিসেবে নাম রয়েছে আশকারও। সেই সঙ্গে সংস্থার ডিরেক্টরও তিনি। অভিনয়কে বিদায় জানানোর পর ব্যবসাকে দাঁড় করাতে উঠেপড়ে লাগেন আশকা। আর তাতেই স্বপ্নাতীত সাফল্য মিলেছে।
7/10
![এই মুহূর্তে Renee Cosmetics-এর বাজারমূল্য ৮৪০ কোটি টাকা। আশকা, প্রিয়ঙ্ক এবং আশুতোষ মিলে নিজেদের এই বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছেন। Renee Cosmetics-এর পাশাপাশি পুরুষদের প্রসাধনী সংস্থা Beardo-রও প্রতিষ্ঠাও প্রিয়ঙ্ক এবং আশুতোষের হাতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/05/30e62fddc14c05988b44e7c02788e187cd316.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই মুহূর্তে Renee Cosmetics-এর বাজারমূল্য ৮৪০ কোটি টাকা। আশকা, প্রিয়ঙ্ক এবং আশুতোষ মিলে নিজেদের এই বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছেন। Renee Cosmetics-এর পাশাপাশি পুরুষদের প্রসাধনী সংস্থা Beardo-রও প্রতিষ্ঠাও প্রিয়ঙ্ক এবং আশুতোষের হাতে।
8/10
![Renee Cosmetics-এর অনলাইন সাইটেই সংস্থার ২০০ প্রডাক্ট রয়েছে। অ্যামাজন, Nykaa, ফ্লিপকার্ট, মিন্ত্রা থেকেও সংস্থার পণ্য কিনতে পাওয়া যায়। শুধু তাই নয়, দেশের মধ্যে সংস্থার প্রায় ৬৫০ স্টোর রয়েছে। আগামী দিনে সংস্থার বাজারমূল্য আরও বৃদ্ধি পাবে বলে মত বাজার বিশেষজ্ঞদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/05/8cda81fc7ad906927144235dda5fdf154d8d6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Renee Cosmetics-এর অনলাইন সাইটেই সংস্থার ২০০ প্রডাক্ট রয়েছে। অ্যামাজন, Nykaa, ফ্লিপকার্ট, মিন্ত্রা থেকেও সংস্থার পণ্য কিনতে পাওয়া যায়। শুধু তাই নয়, দেশের মধ্যে সংস্থার প্রায় ৬৫০ স্টোর রয়েছে। আগামী দিনে সংস্থার বাজারমূল্য আরও বৃদ্ধি পাবে বলে মত বাজার বিশেষজ্ঞদের।
9/10
![দীর্ঘ ২০ বছরের অভিনয় জীবনে ‘ভাবি’, ‘কয়ামত’, ‘কুসুম’, ‘কিউঁকি সাস বি কভি বহু থি’, ‘কহিঁ তো হোগা’, ‘নাগিন’, ‘লগি তুঝসে লগন’-এর মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন আশকা। রিয়্যালিটি শো ‘বিগ বস’, ‘নাচ বলিয়ে’-তেও দেখা গিয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/05/156005c5baf40ff51a327f1c34f2975b3900b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দীর্ঘ ২০ বছরের অভিনয় জীবনে ‘ভাবি’, ‘কয়ামত’, ‘কুসুম’, ‘কিউঁকি সাস বি কভি বহু থি’, ‘কহিঁ তো হোগা’, ‘নাগিন’, ‘লগি তুঝসে লগন’-এর মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন আশকা। রিয়্যালিটি শো ‘বিগ বস’, ‘নাচ বলিয়ে’-তেও দেখা গিয়েছে।
10/10
![২০১৬ সালে আমেরিকার ব্যবসায়ী ব্রেন্ট গবলের সঙ্গে আলাপ হয় আশকার। ২০১৭ সালের ১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। গোয়াতে যোগব্যায়ামও শেখান ব্রেন্ট। শীঘ্রই মা হতে চলেছেন আশকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/05/ae566253288191ce5d879e51dae1d8c324844.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১৬ সালে আমেরিকার ব্যবসায়ী ব্রেন্ট গবলের সঙ্গে আলাপ হয় আশকার। ২০১৭ সালের ১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। গোয়াতে যোগব্যায়ামও শেখান ব্রেন্ট। শীঘ্রই মা হতে চলেছেন আশকা।
Published at : 05 Aug 2023 04:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)