এক্সপ্লোর
Celebrity Divorce: ৫০ বছর বয়সে বিয়ে করছেন প্রাক্তন, সিরিয়ালের ডাকসাইটে নায়িকা, কখনও ভালই বাসেননি স্বামীকে!
Celebrity Couple: আলাপ-পরিচয়, ঘনিষ্ঠতার পরই বিয়ে। কিন্তু দাম্পত্যজীবন সুখের হয়নি জুহি পারমার এবং সচিন শ্রফের। ছবি: জুহি পারমার এবং সচিন শ্রফের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
পথ আলাদা দু’জনের
1/10

একই পেশায় থাকার সুবাদে পরস্পরকে বোঝা সহজ হয়ে যায়। কিন্তু সবক্ষেত্রে যে তা প্রযোজ্য নয়, তার জলজ্যান্ত প্রমাণ অভিনেত্রী জুহি পারমার এবং তাঁর প্রাক্তন স্বামী সচিন শ্রফ।
2/10

অভিনয় করতে গিয়ে আলাপ, পরিচয় এবং ঘনিষ্ঠতা। তার পর চটজলদি বিয়ে, সন্তান। কিন্তু একছাদের নিচে দীর্ঘ ন’বছর কাটানোর পরও ভাঙন ধরে তাঁকদের সম্পর্কে। ভালবাসাহীন বিয়েকে বয়ে নিয়ে চলার জন্যই এমন পরিণতি বলে কার্যত মেনে নেন দু’জনে।
Published at : 23 Feb 2023 06:32 AM (IST)
আরও দেখুন






















