এক্সপ্লোর
Who is Sana Khan? কে এই সানা খান? সোশ্যাল মিডিয়ায় বিয়ে ও মধুচন্দ্রিমার ছবি কেন আলোচনার কেন্দ্রে?
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/15013703/WhatsApp-Image-2020-12-14-at-8.00.40-PM.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
1/9
![গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে সানা খান। হঠাৎই গ্ল্যামার ওয়ার্ল্ডকে বিদায় জানিয়ে বিয়ে করলেন। সেই ছবি এতদিনে প্রকাশ্যে এসেছে। একই সঙ্গে তাঁদের বিয়ের পরের হানিমুনের ছবিও খুব ভাইরাল হচ্ছে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/15013703/WhatsApp-Image-2020-12-14-at-8.00.40-PM.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে সানা খান। হঠাৎই গ্ল্যামার ওয়ার্ল্ডকে বিদায় জানিয়ে বিয়ে করলেন। সেই ছবি এতদিনে প্রকাশ্যে এসেছে। একই সঙ্গে তাঁদের বিয়ের পরের হানিমুনের ছবিও খুব ভাইরাল হচ্ছে।
2/9
![সানা খান সম্প্রতি কাশ্মীরে স্বামী আনাস সইদের সঙ্গে হানিমুন করে ফিরেছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ তিনি। ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয় তাঁর ছবি। কিন্তু কে এই সানা খান? কেনই বা তাঁর ছবি ভাইরাল হচ্ছে?](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/15013655/WhatsApp-Image-2020-12-14-at-8.00.52-PM.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সানা খান সম্প্রতি কাশ্মীরে স্বামী আনাস সইদের সঙ্গে হানিমুন করে ফিরেছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ তিনি। ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয় তাঁর ছবি। কিন্তু কে এই সানা খান? কেনই বা তাঁর ছবি ভাইরাল হচ্ছে?
3/9
![সানা খান একজন অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী। তাঁর বাবা মালায়লি মুসলিম এবং মা সইদা মুম্বাইয়ের বাসিন্দা। ২০০৫ সালে 'ইয়ে হ্য়ায় হাই সোসাইটি' দিয়ে কোরিয়ার শুরু করেন তিনি। হিন্দি, তামিল, মালায়ালাম ছবিতে বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/15013646/WhatsApp-Image-2020-12-14-at-8.01.01-PM.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সানা খান একজন অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী। তাঁর বাবা মালায়লি মুসলিম এবং মা সইদা মুম্বাইয়ের বাসিন্দা। ২০০৫ সালে 'ইয়ে হ্য়ায় হাই সোসাইটি' দিয়ে কোরিয়ার শুরু করেন তিনি। হিন্দি, তামিল, মালায়ালাম ছবিতে বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন।
4/9
![তবে চলতি বছর অক্টোবরে তিনি শিরোনামে এসেছিলেন। কারণ তিনি ঘোষণা করেন ইসলাম ধর্ম প্রচারের জন্য গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে চলে যাচ্ছেন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/15013637/WhatsApp-Image-2020-12-14-at-8.01.09-PM.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে চলতি বছর অক্টোবরে তিনি শিরোনামে এসেছিলেন। কারণ তিনি ঘোষণা করেন ইসলাম ধর্ম প্রচারের জন্য গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে চলে যাচ্ছেন।
5/9
![অন্যদিকে, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে কোরিওগ্রাফার মেলভিন লুইয়ের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেন। কিন্তু চলতি বছর ফেব্রুয়ারিতে ব্রেকআপ হয়ে যায় তাঁদের। তা নিয়েও চর্চা হয়।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/15013628/WhatsApp-Image-2020-12-14-at-8.01.15-PM.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
অন্যদিকে, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে কোরিওগ্রাফার মেলভিন লুইয়ের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেন। কিন্তু চলতি বছর ফেব্রুয়ারিতে ব্রেকআপ হয়ে যায় তাঁদের। তা নিয়েও চর্চা হয়।
6/9
![ঠিক তার একমাস পর বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। গত ২০ নভেম্বর নিজেই সোশ্যাল মিডিয়ায় ফটো শেয়ার করে এই খবর জানান। সুরাটের বাসিন্দা আনাস সইদের সঙ্গে বিয়ে হয় তাঁর।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/15013620/WhatsApp-Image-2020-12-14-at-8.01.22-PM.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ঠিক তার একমাস পর বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। গত ২০ নভেম্বর নিজেই সোশ্যাল মিডিয়ায় ফটো শেয়ার করে এই খবর জানান। সুরাটের বাসিন্দা আনাস সইদের সঙ্গে বিয়ে হয় তাঁর।
7/9
![নিজের কাজ সম্পর্কে খুবই দায়িত্ববান ছিলেন তিনি। ৫০টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। যার মধ্যে অনেকগুলি বড় ব্র্যান্ড রয়েছে। অন্তর্বাসের একটি বিজ্ঞাপনে কাজ করেন তিনি। তাতে বিতর্ক তৈরি হয়। এই বিজ্ঞাপন সরকার নিষিদ্ধ করেছিল।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/15013612/WhatsApp-Image-2020-12-14-at-8.01.28-PM.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজের কাজ সম্পর্কে খুবই দায়িত্ববান ছিলেন তিনি। ৫০টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। যার মধ্যে অনেকগুলি বড় ব্র্যান্ড রয়েছে। অন্তর্বাসের একটি বিজ্ঞাপনে কাজ করেন তিনি। তাতে বিতর্ক তৈরি হয়। এই বিজ্ঞাপন সরকার নিষিদ্ধ করেছিল।
8/9
![সানা খান সালমান খানের ছবি জয় হো, অক্ষয় কুমারের টয়লেটে ছবিতেও কাজ করেছেন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/15013546/WhatsApp-Image-2020-12-14-at-8.01.39-PM.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সানা খান সালমান খানের ছবি জয় হো, অক্ষয় কুমারের টয়লেটে ছবিতেও কাজ করেছেন।
9/9
![শুধু তাই নয়, এই বছর হটস্টার ডিজিটাল প্ল্যাটফর্মে স্পেশাল ওপিএসে অভিনয় করেছেন সানা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/15013534/WhatsApp-Image-2020-12-14-at-8.01.54-PM.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
শুধু তাই নয়, এই বছর হটস্টার ডিজিটাল প্ল্যাটফর্মে স্পেশাল ওপিএসে অভিনয় করেছেন সানা।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)