এক্সপ্লোর
Shaheber Chithi: ছোটপর্দায় জুটি বেঁধে আসছেন প্রতীক-দেবচন্দ্রিমা, পড়ে শোনাবেন 'সাহেবের চিঠি'

সাহেবের চিঠি
1/9

রাত পোহালেই নতুন ধারাবাহিক শুরু। মোবাইল আর ই-মেলের জুগে এই গল্প 'চিঠি'-র। গল্পের নায়িকার জীবিকা পিওন-এর। মানুষের কাছে 'চিঠি' পৌঁছে দেয় সে। নামও মানানসই, 'চিঠি'।
2/9

মধ্যবিত্ত হাসিখুশি 'চিঠি' প্রেমে পড়ে এক তারকার। সাহেব। কিন্তু সাহেবের জীবনে তারকাসুলভ আলোর আড়ালে লুকিয়ে এক অন্ধকার!
3/9

গানের সুরে ভর করে হাজার হাজার মানুষের মন জয় করেছেন গল্পের সাহেব। তার একঝলক দেখা পাওয়ার জন্য বাড়ির সামনে ভীড় জমে। কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনা বদলে দেয় সবটা। দুর্ঘটনায় একটা পা হারিয়ে ফেলে সাহেব।
4/9

আর তরপরেই বদলে যায় তার চরিত্র, মেজাজ। বদমেজাজি সাহেব আর দর্শকদের সামনে আসতে চায় না। আর তখনই তার জীবনে আসে 'চিঠি'।
5/9

ধারাবাহিক 'সাহেবের চিঠি' -তে ছোটপর্দায় জুটি বাঁধছেন প্রতীক সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায়। এই ধারাবাহিকের গল্পে প্রতীকের চরিত্রের নাম সাহেব । আর দেবচন্দ্রিমাকে দেখা যাবে চিঠির ভূমিকায় । চিঠি একজন পিওন।
6/9

চিঠি বিলির উপার্জনেই সংসার চালায় সে । আর সাহেব খ্যাতনামা একজন নায়ক, গায়ক এবং খেলোয়াড় । বাইরে আসতে না চাওয়ার একমাত্র কারণ কী পা না থাকা? নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য গল্প? কেবল মাত্র হিনমন্যতার জন্যই কী অনুরাগীদের সামনে এভাবে আসতে চান না সাহেব? উত্তর লুকিয়ে ধারাবাহিকের গল্পে।
7/9

আর চিঠি। তাঁর চরিত্র একটি ছটফটে মেয়ের। সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসে সে। একটি চিঠি নিয়ে সাহেবের জন্মদিনের দিন চিঠি পৌঁছে যায় তাঁর ঘরে।
8/9

তারকা সাহেবকে সে কার্যত জোড়াজুড়ি করে অনুরাগীদের সামনে যাওয়ার জন্য। রেগে যায় সাহেব। চিঠির হাত লেগে চেয়ার পড়ে যাওয়ায় সে দেখতে পায় সাহেবের একটা পা নেই।
9/9

অবাক হয় চিঠি। তারপর? প্রেম হবে এই দুই অসম মানুষের মধ্যে? উত্তর মিলবে গল্পেই।
Published at : 26 Jun 2022 08:44 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
