এক্সপ্লোর
Vicky Katrina: ভীষণ ব্যস্ত ভিকি, বিরক্তিতে বিয়ে বাতিল করতে চেয়েছিলেন ক্যাটরিনা!
Vicky Kaushal Katria Kaif: আদর্শ জুটির তকমা সোশ্যাল মিডিয়ায়... অথচ বিয়ে থেকে পিছিয়ে আসতে চেয়েছিলেন ক্যাটরিনা!

আদর্শ জুটির তকমা সোশ্যাল মিডিয়ায়... অথচ বিয়ে থেকে পিছিয়ে আসতে চেয়েছিলেন ক্যাটরিনা!
1/10

সুখী দাম্পত্য... বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কইফ (Katrina Kaif)। তবে বিয়ের আগে, ভিকিকে নাকি ধমক দিয়েছিলেন ক্যাটরিনা!
2/10

বিয়ের সময় নিয়ে নাকি সমস্যা হয়েছিল ভিকি ও ক্যাটরিনার মধ্যে.. আর তার জেরেই নাকি বিয়ে পিছিয়ে দিতে চেয়েছিলেন ক্যাটরিনা!
3/10

আসলে যখন ভিকি ও ক্যাটরিনার বিয়ের দিন পাকা হয়েছিল.. সেই সময়ে 'জ়রা হটকে জ়রা বাঁচকে' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন ভিকি কৌশল।
4/10

বিয়ের জন্য ছুটি নিলেও ভীষণ কাজের চাপ ছিল ভিকির। প্রযোজনা সংস্থা ভিকিকে ছুটি দিতে চেয়েছিল মাত্র ২ দিনের।
5/10

বিয়ের ২ দিনের মধ্যেই ভিকিকে সেটে ফিরতে হবে শুনেই রেগে যান ক্যাটরিনা। হবু স্বামীকে প্রস্তাব দেন বিয়ে পিছিয়ে দেওয়ার জন্য। এভাবে বিয়ে করা নাকি অর্থহীন!
6/10

তবে শেষমেষ স্ত্রীকে চটাতে পারেননি ভিকি। প্রযোজনা সংস্থাকে ফোন করে ভিকি পিছিয়ে দেন সেটে ফেরার দিন।
7/10

শেষমেষ বিয়ের ৫ দিন পরে সেটে ফিরবেন ভিকি, সেই শর্তেই নির্ধারিত সময়ে বিয়ে করতে রাজি হয়েছিলেন ক্যাটরিনা কাইফ।
8/10

একদিকে কাজ-অন্যদিকে কেরিয়ার... দুই সামলে চলছেন ভিক্যাট। সদ্য মুক্তি পেয়েছে ক্যাটরিনার নতুন ছবি 'টাইগার থ্রি'।
9/10

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসে ভিকি ও ক্যাটরিনা জানিয়েছেন, ছবির প্রচারের ব্যস্ততায় একে অপরের সঙ্গে নাকি সময় কাটানোর তেমন সুযোগই পাচ্ছেন না তাঁরা। কার্যত দুজনকে দু জায়গায় থাকতে হচ্ছে।
10/10

তবে সময় পেলেই একসঙ্গে কোয়ালিটি টাইম কাটান ভিক্যাট... সেটা একসঙ্গে বসে প্যানকেক খাওয়া হোক বা বিলাসবহুল ব্যালকনি থেকে সমুদ্র দেখা... তাঁদের প্রেমে ঘাটতি নেই।
Published at : 24 Nov 2023 01:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
