এক্সপ্লোর
Vidya Balan: বিদ্যা ওজন ঝরিয়েছেন এভাবেই, কী এই 'নো-র' ডায়েট?
Vidya Balan Diet Plan: ভুলভুলাইয়া ৩ -তে দেখা যেতে চলেছে বিদ্যাকে। আজই মুক্তি পেয়েছে ভুলভুলাইয়া ৩-এর নতুন একটি গান।

পিসিওডির সমস্যা থাকলেও কীভাবে ওজন ঝরালেন বিদ্যা?
1/10

তিনি বলিউডের তন্বী অভিনেত্রীদের তালিকায় ছিলেন না কোনোদিনই। তবে বর্তমানে অনেকটা ওজন ঝরিয়ে ফ্যাট থেকে ফিট বিদ্যা বালন।
2/10

ভুলভুলাইয়া ৩ -তে দেখা যেতে চলেছে বিদ্যাকে। আজই মুক্তি পেয়েছে ভুলভুলাইয়া ৩-এর নতুন একটি গান। আমি যে তোমার-এর নতুন ভার্সন
3/10

তবে কোন ম্যাজিকে এতটা ওজন ঝরিয়ে ফিট বিদ্যা বালন? পিসিওডির সমস্যা এড়িয়ে কীভাবে এতটা ওজন ঝরালেন তিনি? দেখে নেওয়া যাক
4/10

অনেক সময়ে ডায়েটে অনেককেই কাঁচা ফল বা শাকসবজি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। বিদ্যার তা একেবারেই সহ্য হবে না। তাই বিদ্যা 'নো-র' ডায়েট করেছেন।
5/10

কী এই 'নো-র' ডায়েট? বিদ্যা বালন সবসময়েই রান্না করা খাবার খেয়েছেন, কোনও কাঁচা শাক সবজি পাতে রাখতেন না তিনি। সব রান্নাই হত সিদ্ধ বা সঁতে করা।
6/10

যেহেতু বিদ্যার কাঁচা খাবার সহ্য হত না, তাই তিনি ফল তেমনভাবে খেতেন না, বিদ্যার ডায়েটে মূলত থাকত সবজি। ফলের বদলে ফ্রুট জ্যুসে ভরসা রাখতেন বিদ্যা।
7/10

তাড়াতাড়ি ওজন কমানোর জন্য বিদ্যা জলীয় খাবার যেমন স্যুপ, ফ্রুট জ্যুস, দইয়ের ঘোল ইত্যাদি খেতেন। এতে যেমন পেট ভরে যায়, তেমনই ওজন কমানোর পক্ষেও ভাল।
8/10

বিদ্যা বালন সবসময়েই গ্লুটেন ফ্রি খাবার খেতেন। এতে ওজন বাড়ে না। বেশিরভাগ সময়েই বাড়িতে তৈরি খাবার খেতেন বিদ্যা।
9/10

দানাশস্য ও সবজিই বিদ্যার ডায়েটে বেশি থাকে। এতে যেমন পেট ভরে, তেমনই ওজন ঝরাতে সাহায্য করে।
10/10

ডায়েটের সঙ্গে সঙ্গে সারাদিনে পর্যাপ্ত জল খান বিদ্যা। এতে হজমে সাহায্য হয়।
Published at : 25 Oct 2024 08:21 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
