এক্সপ্লোর
Kajol-Ajay: কাজলের শর্ত মেনেই বিয়ে করেছিলেন, কিন্তু সেই কথা রাখতে পারেননি অজয় দেবগণ!
Kajol-Ajay Devgan News: একটি বিশেষ শর্তে বিয়ে হয়েছিল কাজল আর অজয় দেবগণের? জানেন কী সেই শর্ত?

কেন মধুচন্দ্রিমার সফরে কাটছাঁট করতে হয়েছিল কাজল ও অজয়কে?
1/10

তাঁদের প্রেমের গল্প যেন স্বপ্নের মতোই। একসঙ্গে কাজ থেকে আলাপ, তারপরে প্রেম আর তারপরে একসঙ্গে কাটিয়ে দেওয়া এতগুলো বছর। বলিউডের অন্যতম জুটি হল কাজল (Kajol) আর অজয় দেবগণের (Ajay Devgan)
2/10

তবে জানেন কি, একটি বিশেষ শর্তে বিয়ে হয়েছিল কাজল আর অজয় দেবগণের? জানেন কী সেই শর্ত?
3/10

কাজলের খুব সখ ছিল অজয় দেবগণের সঙ্গে গোটা পৃথিবী ঘুরে বেড়ানোর। তাই তিনি পরিকল্পনা করেছিলেন, ২ মাসের জন্য মধুচন্দ্রিমায় যাবেন তিনি।
4/10

কাজল সেই কথা বলেছিলেন অজয় দেবগণকে। তিনি বলেছিলেন, অজয় যদি সত্যি সত্যিই তাঁকে বিয়ে করতে চায়, তাহলে তাঁকে একটা ২ মাসের জন্য লম্বা মধুচন্দ্রিমা উপহার দিতে হবে। রাজি হয়ে গিয়েছিলেন অজয়।
5/10

তবে গোল বাঁধল ৪০ দিন পরে। হিসেব মতো ৬০ দিনের বেশি মধুচন্দ্রিমা কাটানোর কথা ছিল তাঁদের। কিন্তু ৪০ দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন অজয়।
6/10

অজয় কাজলকে বলেন, দীর্ঘদিন বাড়ির বাইরে থাকার কারণে তিনি অসুস্থ বোধ করছেন। তাঁর বাড়ির জন্য মন খারাপ করছে।
7/10

অজয় এতটাই বাড়ি ফেরার জন্য জেদ করতে থাকেন যে সফর কাটছাঁট করে ফিরে আসেন তাঁরা। এখনও সেই স্মৃতি মনে আছে কাজলের।
8/10

বর্তমানে এক পুত্র যুগ ও এক কন্যা নাইসাকে নিয়ে কাজলের সুখের সংসার। অজয় দেবগণ ও কাজল দুজনেই চুটিয়ে অভিনয় করছেন এখনও।
9/10

সোশ্যাল মিডিয়ায় হামেশাই নিজেদের পরিবারের বিভিন্ন ছবি শেয়ার করে নেন কাজল ও অজয় দেবগণ। অনুরাগীরাও তাঁদের ছবি দেখার অপেক্ষায় থাকেন।
10/10

উৎসব অনুষ্ঠানের দিনগুলো পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করেন কাজল ও অজয়।
Published at : 31 Mar 2025 09:05 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
