এক্সপ্লোর
'X=Prem' Music Launch: 'ভালোবাসার মরসুমে' ভাসল কলকাতা, 'X=প্রেম' ছবির মিউজিক লঞ্চে চাঁদের হাট

'X=প্রেম' গান মুক্তি
1/10

মুক্তি পেল সৃজিত মুখোপাধ্য়ায়ের আগামী 'X=প্রেম' ছবির গান। সাদা কালো 'ভালোবাসার মরসুমে' ভাসল শহর কলকাতা।
2/10

সৃজিত মুখোপাধ্যায় হাত ধরে কেবল ছবির জগতে নয়, সঙ্গীতের জগতেও সুরকার হিসেবে পা রাখলেন একজন। সানাই। নিজের ছবির জন্য গানও লিখলেন সৃজিত।
3/10

ইতিমধ্যেই মুক্তি পেয়েছ X=প্রেম ছবির মিউজিক অ্যালবাম। খিলাৎ বন্দ্যোপাধ্যায়, জয়ী চৌধুরী, অর্ণব দত্ত ও অদিতি দত্তের জীবনের ওঠাপড়ার গল্পই বলবে সৃজিতের নতুন ছবি।
4/10

মুখ্য দুটি ভূমিকায় অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত ও শ্রুতি দাস। এছাড়াও এই ছবিতে রয়েছেন মধুরিমা বসাক ও অর্জুন চক্রবর্তী।
5/10

ছবির সুরের দায়িত্বেরও সিংহভাগ অংশে রয়েছে নতুনরা। এই ছবির ৬টি গানেরই সুরের দায়িত্বে ছিলেন সানাই। ছবির একটি গান লিখেছেন সৃজিত নিজেই।
6/10

বাকি গানের দায়িত্বে রয়েছেন ধ্রুবজ্যোতি চক্রবর্তী, ও বারিষ। ছবির জন্য গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, সাহানা বাজপেয়ী, সামন্তক সিংহ।
7/10

এই ছবির জন্য 'ভালোবাসার মরসুমে' গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। সঙ্গীতশিল্পী বলছেন, 'সানাই নতুন এসেই দারুণ কাজ করেছে। সমন্তকের সঙ্গে আমি 'ভালোবাসার মরসুমে' গানটি গেয়েছি।'
8/10

শ্রেয়ার কথায়, 'গানটার সুর আমায় মুগ্ধ করেছে। আশা করি দর্শকদের ভালো লাগবে। সৃজিতের সঙ্গে আমি বেশ অনেকদিন পরে কাজ করলাম।'
9/10

নতুন একঝাঁক মুখ নিয়ে 'X=প্রেম' মুক্তি পাবে চলতি বছরের ১৩ মে। সৃজিতের মতে, 'কলেজ প্রেমের গল্প বলতে নতুন মুখেদেরই দরকার ছিল। যাঁরা বহুদিন আগে কলেজ জীবন পেরিয়ে এসেছেন, এই চিত্রনাট্যে তাঁদের কাস্ট করলে মানাত না।'
10/10

সৃজিতের কথায়, 'আমার ছবি নতুনদের কাছ থেকে যৌবন শুষে নিয়ে চিরনতুন থাকে।'
Published at : 13 Apr 2022 12:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
