এক্সপ্লোর
Year Ender 2021: এক ঝলকে চলতি বছর কোন কোন বলিউড ছবি ওটিটিতে মুক্তি পেল
ওটিটিতে বলিউডে যে যে ছবি মুক্তি পেয়েছে
1/13

অক্টোবর মাসে মুক্তি পায় হরর ড্রামা 'ডিবুক'। ছবিতে অভিনয় করেছিলেন ইমরান হাসমি, নিকিতা দত্ত, দর্শনা বনিক ও আরও অভিনেতারা। ছবিটি মুক্তি পায় অ্যামাজন প্রাইম ভিডিওতে।
2/13

অক্টোবরেই মুক্তি পায় কমেডি ছবি 'হম দো হমারে দো'। ভিন্ন ধারার এই ছবিতে মুখ্য চরিত্রে অভইনয় করেন রাজকুমার রাও এবং কৃতী শ্যানন। এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন পরেশ রাওয়াল ও রত্না পাঠক। ছবিটি মুক্তি পায় ডিজনি প্লাস হটস্টারে।
Published at : 20 Dec 2021 08:40 PM (IST)
আরও দেখুন






















