দীপাবলিতে নরকাসুর বধের স্মৃতি মাথায় রেখে প্রতি বছর দীপের মালায় সেজে ওঠে কামরূপ-কামাখ্যা।
2/10
পুরাণ অনুসারে, কামাখ্যায় পুজো করলে মনের সব ইচ্ছা পূর্ণ হয়।আবার কথিত আছে, শিবের স্ত্রী ও মোক্ষদাত্রী শক্তিই ‘কামাখ্যা’ নামে পূজিত।
3/10
গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এখানে কোনও মূর্তি নেই। শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায়। সেটিই ‘সতীর যোনি’ বলে পূজিত হয়।
4/10
মন্দিরের প্রবেশ দ্বারে হবে Rapid Antigen Test. ভক্ত যদি দর্শনের ৩ দিনের মধ্যে কোভিড-১৯ পরীক্ষা করিয়ে থাকেন এবং তার রিপোর্ট নেগেটিভ আসে, তবেই মিলবে প্রবেশের অনুমতি। নইলেই Rapid Antigen Test করিয়ে নিতে হবে।
5/10
কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র। অসমের কামাখ্যা মন্দির গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত। এটি ৫১ সতীপীঠের অন্যতম। কথিত আছে, এখানে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে যোনি ছিন্ন হয়ে পড়েছিল।
6/10
মূলত আষাঢ় মাসের অম্বুবাচী উৎসবের জন্য এই মন্দির বিখ্যাত। ভারতের শক্তি সাধনার অন্যতম ক্ষেত্র এই কামাখ্যা। এখানে কালী পুজোও হয় মহা সমারোহে।
7/10
হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তীর্থক্ষেত্র ৫১টি সতীপীঠের অন্যতম। সারা বছরই নানা প্রার্থনা নিয়ে ভক্ত সমাগম হয় এই মন্দিরে।
8/10
রিপোর্ট দেখানোর পরেই মিলবে মন্দির প্রাঙ্গনে প্রবেশের অনুমতি। অন্নক্ষেত্র অফিস থেকে এন্ট্রি কার্ড সংগ্রহ করতে হবে।
9/10
মন্দির সূত্রে খবর, প্রতি দর্শনার্থী, মন্দির প্রাঙ্গনে কাটাতে পারবেন সর্বোচ্চ ১৫ মিনিট। সামাজিক দূরত্ববিধি মেনেই করতে হচ্ছে দর্শন। সকাল ৮টা থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকছে মন্দির। তবে বন্ধ গর্ভগৃহ।
10/10
করোনাকালে প্রায় ৭ মাস পর খুলে গেছে অসমের কামাখ্যা মন্দির। করোনা বিধি মেনেই পুজো দিচ্ছেন ভক্তরা।