স্ত্রী অঙ্কিতা কোঁয়ারের সঙ্গে রাস্তায় দৌড়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিলিন্দ সোমন।
2/5
স্বামী কর্ণ সিংহ গ্রোভারকে সবচেয়ে ভাল বন্ধু বলে উল্লেখ করেছেন বিপাশা বসু।
3/5
বন্ধুদের ছবির একটি কোলাজ শেয়ার করেছেন ভিকি কৌশল।
4/5
ছোটবেলায় বন্ধুদের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুষ্কা শর্মা।
5/5
অগাস্টের প্রথম রবিবার ‘বন্ধুত্ব দিবস’ হিসেবে পালন করা হয়। বলিউড তারকারাও নিজেদের মতো করে দিনটি পালন করলেন। সোশ্যাল মিডিয়ায় বলিউডের দুই বন্ধু শাহরুখ খান ও কর্ণ জোহরের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন কাজল। এছাড়া তিনি বোন তানিশা মুখোপাধ্যায়, মধুরা সমর্থ, ময়ূরী গারওয়ারে, কোরিওগ্রাফার ভবেশ গাঁধী, প্রযোজক রায়ান স্টিফেন ও স্ক্রিনরাইটার নিরঞ্জন আয়াঙ্গারের সঙ্গে তোলা ছবিও পোস্ট করেছেন।