১০: অনিল কাপুর ও রাজকুমার রাওয়ের সঙ্গে ‘ফানে খান’ চলচ্চিত্রে শেষবার দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। এর পর মণিরত্নমের তামিল ছবি ‘পুনিমা সেলভানে’ দেখা যাবে তাঁকে। সব ছবি সৌজন্য-ঐশ্বর্য রাই বচ্চনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
2/10
৯: শুধু বলিউডই নয়, ঐশ্বর্য একসময় হলিডউ হোক বা দেশের যে কোনও আঞ্চলিক ইন্ডাস্ট্রি, সবেতেই দাপিয়ে বেড়িয়েছেন।
3/10
৮: মেয়ে আসার পর থেকে পালটে গিয়েছে আমার পৃথিবীটা। সবকিছু একরকমই রয়েছে, শুধু দৃষ্টিভঙ্গিটা বদলে গিয়েছে। আমার পুরো পৃথিবীটা মেয়েকে জুড়ে। বাকি যে কোনও কিছু তারপর আসবে।
4/10
৭: অভিভাবকরাই একমাত্র বুঝতে পারবেন সন্তানদের নিয়ে সারাদিন কাটানোর এই অনুভূতিটা।
5/10
৬: গুরুর নায়িকা বলেছিলেন, ‘মেয়েকে নিয়েই দিনের শুরু থেকে শেষটা কেটে যায়। ঘুম থেকে ওঠার পর থেকে আমার গোটা দিনটা ওঁকে ঘিরেই আবর্তিত হয়।’
6/10
৫: এক সাক্ষাৎকারে ঐশ্বর্য একগাল হেসে বলেছিলেন আরাধ্যার সঙ্গে আমার মনের যোগটা বেশ জোরদার।
7/10
৪: ২০১১ সালের ১৬ নভেম্বর মা হন ঐশ্বর্য। তারপর থেকেই মেয়ে আরাধ্যা তাঁর চোখের মণি।
8/10
৩: ২০০৭ সালের ২০ এপ্রিল অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বর্য।
9/10
২: হাম দিল দে চুকে সনম, চোখের বালি, যোধা আকবর বা রেনকোট, ঐশ্বর্যের উপহার দিয়েছেন একাধিক সুপারহিট।
10/10
১: ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড তকমা পাওয়া ঐশ্বর্য রাই বচ্চন রবিবার পালন করেছেন তাঁর ৪৭তম জন্মদিন।