এক্সপ্লোর
আজ ভারতীয় বায়ুসেনার ৮৮ তম প্রতিষ্ঠা দিবস, দেখে নিন বাহিনীর প্রধান যুদ্ধবিমান ও হেলিকপ্টারের সম্ভার
1/13

এদিনের ফ্লাই-পাস্টে অংশগ্রহণ করবে এলসিএ তেজস, জাগুয়ার, মিগ-২৯, মিদগ-২১ বাইসন, ও সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানগুলি। এর পাশাপাশি, বিভিন্ন পুরনো অবসরপ্রাপ্ত যুদ্ধবিমান থেকে শুরু করে আধুনিক সামরিক পণ্যবাহী বিমান ও প্রথমসারির যুদ্ধবিমান অংশ নিতে পারে এদিনের অনুষ্ঠানে। তবে, দিনের সেরা আকর্ষণ হতে চলেছে ভারতের সর্বাধুনিক ও সম্প্রতি অন্তর্ভুক্ত হওয়া রাফাল যুদ্ধবিমান।
2/13

সুখোই-৩০ এমকেআই "ফ্ল্যাঙ্কার": এটি একটি দুই ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান। এর বিশেষত্ব মাল্টিরোল এয়ার সুপিরিয়রিটি ফাইটার। যে কোনও আবহাওয়া, যে কোনও পরিবেশে এটি অব্যর্থ। এর কমব্যাট রেডিয়াস অনেকটাই বিস্তৃত।
Published at :
আরও দেখুন






















