এক্সপ্লোর
Kalighat Burned Notes: কালীঘাটে মুখার্জী ঘাটে রাশি-রাশি ছেঁড়া-পোড়া টাকা, কুড়োতে ভিড়, কে বা কারা ফেলে গেল? তদন্তে পুলিশ
1/5

কিন্তু কারা টাকা পোড়াল? এই বিপুল পরিমাণ টাকার উৎসই বা কি? আয়কর কর্তাদের হাত থেকে বাঁচতেই কি এমন কাজ? পোড়া টাকা উদ্ধারের ঘটনায় এমন সব প্রশ্নই উঠছে। টাকার উৎস সন্ধানে তদন্তে নেমেছে কালীঘাট থানার পুলিশ।
2/5

কিন্তু যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই.... সেই কথা মাথা রেখে ছেঁড়া-পোড়া নয় এমন অমূল্য রতনের খোঁজ শুরু করেন অনেকেই। কিন্তু, একটাও আস্ত টাকা না পেয়ে হতাশ হয়ে, কয়েকজন আগুন ধরিয়ে দেন পড়ে থাকা নোটে! টাকার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। এরপরই বাজেয়াপ্ত করা হয় ওইসব টাকা।
Published at :
আরও দেখুন






















