এক্সপ্লোর
জন্মদিনেও শ্যুটিং, তাহলে সেলিব্রেশন? দিতিপ্রিয়া জানালেন...
1/6

এবিপি আনন্দের তরফ থেকে দিতিপ্রিয়াকে জন্মদিনের শুভেচ্ছা। সব ছবি - দিতিপ্রিয়ার ইনস্টাগ্রাম
2/6

এই বছরের জন্মদিনটা সেই জন্যও একটু স্পেশাল দিতিপ্রিয়ার কাছে। পাশপাশি জানালেন, আজ ফ্লোরে খাওয়া-দাওয়া হয়েছে বইকি।
3/6

'করুণাময়ী রাণী রাসমণি'। ধারাবাহিক ভাবে জনপ্রিয়তার শীর্ষে থাকা সিরিয়ালের মুখ্য চরিত্রে দিতিপ্রিয়া। সকলের নয়নের মণি।সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা মেয়েটি কিন্তু ছোট বয়সের রাসমণি থেকে চুলে পাক ধরা বিধবার চরিত্রে তাক লাগিয়ে দিচ্ছেন সকলকে। আজ তাঁর জন্মদিন।
4/6

বললেন, আজ কোনও সেলিব্রেশন নেই। তবে কাল নিশ্চয়ই হবে। একটা দিন ছুটি নিয়েছেন।
5/6

এই বছরই উচ্চ মাধ্যমিক পাস করেছেন দিতিপ্রিয়া। পেয়েছেন ৮২ শতাংশ নম্বর। সেদিন রেজাল্টের খবর শুনেই বেড়াতে গিয়েছিলেন গঙ্গার ঘাটে। লকডাউন, করোনা জটিলতার মাঝে একটু খোলা বাতাসের সঙ্গী হওয়া।
6/6

দিতিপ্রিয়া রায় মানেই বাংলার দর্শকের রানি মা।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement























