এক্সপ্লোর
Tips for Me Time: হাজার ঝামেলা জীবনে, চিন্তার শেষ নেই, একটু 'মি টাইম'প্রয়োজন সকলেরই
Ideas for Self-Care: সবকিছু তো সামলাচ্ছেনই। একটু না হয় নিজেকে সময় দিলেন! ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

প্রিয়জনকে খুশি করতে চেষ্টায় কোনও কসুর রাখি না আমরা। অথচ নিজের ভাল থাকা, ভাললাগা নিয়ে তেমন মাথাব্যথা থাকে না। এর ফলে মনের মধ্য়ে ক্ষোভ, বিরক্তি জমা হতে থাকে। ছবি: পিক্সাবে।
2/10

অথচ নিজেরাই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি। নিজের মন এবং শরীরের প্রতি একটু যত্নশীল হলে, নিজের মেত করে একটু 'মি-টাইম' কাটাতে পারলেই দেখবেন বোঝা হালকা হয়ে গিয়েছে। ছবি: পিক্সাবে।
Published at : 06 Jun 2024 09:19 PM (IST)
আরও দেখুন






















