এক্সপ্লোর
Allergy Problem: আপনার কি ধুলোবালিতে অ্যালার্জি? কী খেলে মিলবে উপকার?
অ্যালার্জি খুব চেনা সমস্যা আমাদের এই সমাজে। তার মধ্যে বেশি যেটা দেখা দেয় তা হল ডাস্ট অ্যালার্জি, যা মূলত ধুলোবালি থেকে হয়ে থাকে।
Dust Allergy
1/8

অ্যালার্জি খুব চেনা সমস্যা আমাদের এই সমাজে। তার মধ্যে বেশি যেটা দেখা দেয় তা হল ডাস্ট অ্যালার্জি, যা মূলত ধুলোবালি থেকে হয়ে থাকে। এর কারণে বাড়াবাড়ি রকমের অ্যালার্জি হলে শ্বাস বন্ধ হয়ে আসে, ত্বকে র্যাশও দেখা যায় অনেকের ক্ষেত্রে। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে কাজে আসতে পারে নিয়মিত কিছু খাবার।
2/8

রাস্তাঘাটে বেরোনো হোক কিংবা ঘরের জিনিস পরিষ্কার করা, যে কাজই করুন না কেন, হাঁচি-কাশি একেবারে নিশ্চিত। ধুলোবালির প্রভাবে অ্যালার্জি থাকলে এমনটা হওয়া স্বাভাবিক। কারও কারও ক্ষেত্রে চোখ থেকে অনবরত জল পড়াও ডাস্ট অ্যালার্জির অন্যতম লক্ষণ। ধুলোর মধ্যে থাকা নানা আনুবীক্ষণিক জীবের হানায় শরীরে এমন সমস্যা হয়ে থাকে।
Published at : 01 Sep 2022 07:13 AM (IST)
আরও দেখুন






















