এক্সপ্লোর
Homemade Face Toner: গরমে ত্বক নিয়ে দুশ্চিন্তা নয়, ঝটপট বাড়িতেই তৈরি ফেস টোনার
Skin Care Tips: ঘরে তৈরি ফেস টোনার প্রাকৃতিকভাবে তৈরি করা হয়। যা ত্বককে হাইড্রেটেড, উজ্জ্বল রাখতে পারে।
ফাইল ছবি
1/10

সম পরিমাণ অ্যালোভেরার নির্যাস ও গোলাপ জল মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণে ত্বক হাইড্রেট হয়। লালভাব, চুলকানি দূর হতে পারে। ত্বকে pH ব্যালেন্স বজায় থাকে। দিনভর ত্বক ফ্রেশ থাকে।
2/10

গ্রিন টি জলে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর তাতে মেশাতে হবে মধু। এই মিশ্রণও টোনার হিসেবে ব্যবহার করা যায়। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর গ্রিন ত্বকের পক্ষে উপযোগী। মধু মেশানোর ফলে ত্বক থাকে ময়শ্চারাইজ।
Published at : 25 Apr 2025 05:35 PM (IST)
আরও দেখুন






















