এক্সপ্লোর
Cow Milk: গরুর দুধেও ভেজাল! কীভাবে চিনবেন, দেখে নিন ৭টি সহজ উপায়
Cow Milk: গরুর দুধে ভেজাল? কীভাবে চিনবেন?
খাঁটি দুধের পরিবর্তে সরবরাহ করা হচ্ছে রাসায়নিক দুধ
1/8

ছোট-বড় সকলের জন্যই গরুর দুধ বেশ উপকারী খাবার। যদি তা হয় খাঁটি দুধ। কিন্তু খাঁটি দুধ সর্বত্র মেলে না। বর্তমানে একাধিক অভিযোগ রয়েছে যে গরুর দুধে ডিটারজেন্ট পাউডার, ফরমালিন, গ্লুকোজ, সাবান মেশানো হচ্ছে। দুধের পরিমাণ বৃদ্ধি, ঘনত্ব বৃদ্ধি কিংবা স্বাদ অপরিবর্তিত রাখার জন্য।
2/8

খাঁটি দুধের পরিবর্তে সরবরাহ করা হচ্ছে রাসায়নিক দুধ। এখন জানার বিষয় হল- আপনি প্রতিদিন যার কাছ থেকে গরুর দুধ নিচ্ছেন, তিনি খাঁটি দুধ দিচ্ছেন নাকি ভেজাল- বোঝার কিছু উপায় জেনে নিন।
Published at : 26 Aug 2023 11:43 AM (IST)
আরও দেখুন


















