এক্সপ্লোর
Cow Milk: গরুর দুধেও ভেজাল! কীভাবে চিনবেন, দেখে নিন ৭টি সহজ উপায়
Cow Milk: গরুর দুধে ভেজাল? কীভাবে চিনবেন?
খাঁটি দুধের পরিবর্তে সরবরাহ করা হচ্ছে রাসায়নিক দুধ
1/8

ছোট-বড় সকলের জন্যই গরুর দুধ বেশ উপকারী খাবার। যদি তা হয় খাঁটি দুধ। কিন্তু খাঁটি দুধ সর্বত্র মেলে না। বর্তমানে একাধিক অভিযোগ রয়েছে যে গরুর দুধে ডিটারজেন্ট পাউডার, ফরমালিন, গ্লুকোজ, সাবান মেশানো হচ্ছে। দুধের পরিমাণ বৃদ্ধি, ঘনত্ব বৃদ্ধি কিংবা স্বাদ অপরিবর্তিত রাখার জন্য।
2/8

খাঁটি দুধের পরিবর্তে সরবরাহ করা হচ্ছে রাসায়নিক দুধ। এখন জানার বিষয় হল- আপনি প্রতিদিন যার কাছ থেকে গরুর দুধ নিচ্ছেন, তিনি খাঁটি দুধ দিচ্ছেন নাকি ভেজাল- বোঝার কিছু উপায় জেনে নিন।
3/8

ঢালু কোনো মসৃণ পৃষ্ঠের ওপর কয়েক ফোঁটা দুধ ফেলুন। খাঁটি দুধ হলে সেখানে সাদা দাগ দেখা যাবে। ভেজাল হলে দুধ দ্রুত গড়িয়ে যাবে এবং সাদা দাগ দেখা যাবে না।
4/8

দুধে ডিটারজেন্ট পাউডার মেশানো হয়েছে কিনা জানার উপায় রয়েছে। একটি গ্লাসে ৫ থেকে ১০ মিলিলিটার দুধ এবং সমপরিমাণ জল নিয়ে কিছুক্ষণ রেখে দিন। যদি ডিটারজেন্ট পাউডার মেশানো দুধ হয় তাহলে তাতে ঘন ফেনা দেখা যাবে। খাঁটি দুধে খুব পাতলা ফেনা সৃষ্টি হবে।
5/8

দুধে ফরমালিন মেশানো হয়েছে কিনা জানতে দুধে সালফিউরিক অ্যাসিড যুক্ত করুন। যদি বেগুনি বা নীল রঙ পদেখা যায় তাহলে বুঝতে হবে দুধে ফরমালিন মেশানো হয়েছে। দুধ দীর্ঘদিন নষ্ট না হওয়ার জন্য এতে ফরমালিন মেশানো হয়, কিন্তু মাত্রাতিরিক্ত ফরমালিন মিশ্রিত দুধ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
6/8

উচ্চ মাত্রার ভেজাল দিয়ে খাঁটি দুধের আদলে তৈরি করা হয় কৃত্রিম দুধ, যা সিন্থেটিক দুধ হিসেবে পরিচিত। সিন্থেটিক দুধের স্বাদ তেতো। সহজেই এই ভেজাল দুধ চেনা যায়।
7/8

কৃত্রিম দুধ হলে হাতের আঙুলে নিয়ে একটু ঘষলে সাবানের মতো অনুভূতি হবে। এছাড়া দুধ গরম করার পর হলদেটে রঙ ধারণ করবে।
8/8

তাই গরুর দুধ খাওয়ার আগে সতর্কতা অবলম্বন করতে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এমন কোনও কিছু বুঝতে পারলে সেই দুধ না খাওয়াই ভাল
Published at : 26 Aug 2023 11:43 AM (IST)
View More
Advertisement
Advertisement






















