এক্সপ্লোর
Health Tips: খাটা-খাটনির পরও ঘুম হচ্ছে না রাতে? দায়ী হতে পারে দিনের বেলা বসা ও দাঁড়ানোর ভঙ্গি
Daytime Posture Mistakes: সারাদিনের কাজকর্মের প্রভাব পড়ে রাতের ঘুমের উপরও। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/13

বিছানায় এপাশ ওপাশ করেই কেটে যায় রাত। সারাদিন পরিশ্রম হলেও, রাতে ঘুম আসে না কিছুতেই। কমবেশি অনেকেই এই সমস্যায় ভোগেন।
2/13

অনিদ্রার জন্য কেউ বালিশকে দোষ দেন, কেউ আবার দোষ দেন বিছানাকে। দুশ্চিন্তা, আকাশ-পাতাল ভাবার অভ্যাসকেও দায়ী করা হয়।
Published at : 08 Oct 2025 06:35 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















