এক্সপ্লোর
Hair Care Tips: চুলে তেল ম্যাসাজ করার সময় এই ভুলগুলি একেবারেই করবেন না, সময় থাকতেই সতর্ক হোন
Hair Oil Massage: চুলে তেল ম্যাসাজ করার সময় কী কী ভুল করি আমরা?
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

চুলের যত্নের জন্য আমরা বিভিন্ন ভাবে পরিচর্যা করে থাকি। তবে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল তেল ম্যাসাজ করা। বিশেষ করে যাঁদের চুল খুব রুক্ষ এবং শুষ্ক বা চুল লালচে হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, ডগা ফেটে যাওয়ার সমস্যা দেখা যায় কিংবা নিয়মিত শ্যাম্পু করতে হয়, তাঁদের ক্ষেত্রে নিয়ম করে চুলে তেল ম্যাসাজ করা খুবই জরুরি।
2/10

কিন্তু চুলে তেল লাগানোর সময় আমরা অনেকেই অজান্তে বেশ কিছু ভুল করে ফেলি। তাই চুলে তেল ম্যাসাজ করার সময় কোন কোন ভুল করবেন না সেগুলো একনজরে দেখে নেওয়া যাক।
Published at : 24 May 2023 12:21 AM (IST)
আরও দেখুন






















