অনেকেই মনে করেন অতিরিক্ত তেলেই চুল ভাল থাকে। তবে এ ক্ষেত্রে কিছু ভুল ধারণা থেকেই যায়।
2/10
তেল মাখার সময় কোন কোন দিক মাথায় রাখবেন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জেনে নিন কী করবেন আর কী করবেন না। তেল ব্যবহার করলেও কীভাবে করবেন রইল তার পরামর্শ
3/10
ডার্মাটোলজিস্ট রিঙ্কি কাপুর বলছেন, 'চুলে তেল দিয়ে মাসাজ করলে এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে এবং চুলের ফলিকলকে উদ্দীপিত করে।
4/10
তিনি আরও জানিয়েছেন "যদিও তেল এবং চুলের বৃদ্ধির সঙ্গে সরাসরি কোন সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভুল ধারনা। সঠিক তেল আপনার চুলকে রক্ষা করতে পারে এবং শুষ্ক হওয়া থেকে বাঁচায়।"
5/10
কী কী দিক মাথায় রাখবেন, তেল মাখার ঠিক পরেই চুল আঁচড়াবেন না। ঘণ্টার পর ঘণ্টা তেল মেখে থাকবেন না। তেল মাখবেন অল্প করে। তেল মাখার পর টাইট খোঁপা বা পনিটেল করে চুল বাঁধবেন না। তেল মাখার পর আর কিছু মাখবেন না।
6/10
তেল সাধারণত চুল শুষ্ক হওয়া রোধ করে এবং কিউটিকল আটকে দেয় যা চুল পড়া কমায়। তেলে এর থেকে বেশি আর কোনও উপকারই হয় না বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
7/10
সপ্তাহে তিন দিনের বেশি তেল দেওয়া উচিৎ নয়। এতে বারে বারে চুলে শ্যাম্পু দিতে হয়। যা থেকে চুলের গোড়া নষ্ট হতে পারে।
8/10
চুলে নিয়মিত তেল দেওয়া জরুরি, নয়। তেল মাখার সময় এমন কিছু বিষয় আছে, যা খেয়াল রাখতে হবে।
9/10
আপনার চুল যদি পাতলা হয় এবং স্ক্যাল্প রুক্ষ হয়, তবে আপনি সপ্তাহে অন্তত দু-দিন তেল মাখুন
10/10
কখনওই মাথায় প্রচুর পরিমাণে তেল মাখা উচিত নয়। কারণ, স্ক্যাল্পের ও চুলের তেলের প্রয়োজন রয়েছে। তার পরিমাণও নির্দিষ্ট। (ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।)