এক্সপ্লোর
Sesame Seeds Benefits: ঝলমলে ত্বক থেকে রোগমুক্ত শরীর, অসম্ভবকে সম্ভব করতে পারে তিল
Health Tips: রান্নাবান্না, স্যালাডে তিল ছড়িয়ে দিন এক চিমটে, তাহলেই রোগ থাকবে দূরে।
ছবি: পিক্সাবে।
1/10

বেঁচে থাকতে গেলে খেতে হবে। কিন্তু যা ইচ্ছে তাই খেলে চলবে না। তাই মাছ-মাংসের পাশাপাশি, পুষ্টিগুণে সমৃদ্ধ শাক—সবজি, ফলমূল এমনকি বীজও জায়গা করে নিয়েছে আমাদের ডায়েটে।
2/10

এর মধ্যে তিলের কথা বলতেই হয়। স্যালাড, ভারতীয় রান্না থেকে বিদেশি খাবার, সবেতেই তিলের ব্যবহার বেড়েছে ইদানীং। কেন তিল ডায়েটে রাখবেন, জেনে নিন।
Published at : 26 Aug 2023 07:51 AM (IST)
আরও দেখুন






















