এক্সপ্লোর
Indoor Date Ideas: রেস্তরাঁ বা ক্লাব নয়, ডেট নাইট হতে পারে বাড়িতেই, এই উপায়ে...
Relationship Tips: বাইরে বেরনোর হ্যাপা আর পোহাতে হবে না, বাড়িতেই ডেট নাইট হতে পারে। ছবি: পিক্সাবে।

ছবি: পিক্সাবে।
1/10

ব্যস্ততার যুগে প্রিয় মানুষের সঙ্গে নিভৃতে সময় কাটানো প্রায় হয়ই না। আলেকালে যাও বা রেস্তরাঁয় পা পড়ে, তাও সমস্যার কথা বলেই কেটে যায়। ছবি: পিক্সাবে।
2/10

তবে বাড়ির বাইরে না বেরিয়ে, নিজেদের চেনা চার দেওয়ালের মধ্যেই প্রিয় মানুষের সঙ্গে একান্তে সময় কাটানো যায়। সামান্য চেষ্টা করলেই বেরিয়ে আসবে উপায়। ছবি: পিক্সাবে।
3/10

এই গরমে AC চালিয়ে ঘরের মধ্যে নাই বা রইলেন! ছাদে বা বারান্দায় আরাম করে বসার ব্যবস্থা করে নিন। খাবারদাবারের ব্যবস্থা করে রাখুন আগেই। খোলা আকাশের নীচে, হাতে হাত রেখে এমনিই কেটে যাবে সময়। ছবি: পিক্সাবে।
4/10

শুনতে সেকেলে মনে হলেও, একসঙ্গে বই পড়ার কিন্তু বিকল্প নেই। অনেক সময় মনের কথা ভাষায় প্রকাশ করতে পারি না আমরা। এক্ষেত্রে পছন্দের বইয়ের কিছু লাইন পড়ে শোনাতে পারেন প্রিয় মানুষকে। দেখবেন ঘড়ির কাঁটার দিকে তাকানোরই সময় পাবেন না। ছবি: পিক্সাবে।
5/10

সপ্তাহভর হাড়ভাঙা খাটুনির পর আলাদা করে উৎসাহ পাই না আমরা। সেক্ষেত্রে ছুটির দিন বাড়িতেই স্পা-র ব্যবস্থা করে ফেলতে পারেন। আবছায়া আলো, হালকা গান থাকুক ব্যাকগ্রাউন্ডে। পরস্পরের যত্ন নিন। ছবি: পিক্সাবে।
6/10

আলো নিভিয়ে, হাতে পপকর্ন নিয়ে প্রিয় মানুষের সঙ্গে রম-কম দেখা আজও বিশেষ অনুভূতি সঞ্চার করে। দেখবেন, সব সমস্যা বেরিয়ে যাবে মাথা থেকে। আরও কাছাকাছি আসতে সুবিধা হবে। ছবি: পিক্সাবে।
7/10

সম্পর্ক মানেই সবসময় ভবিষ্যৎ পরিকল্পনা, গুরুগম্ভীর আলোচনা নয়। কখনও কখনও বাচ্চাও বনে যেতে হয়। বিদেশি কায়দায় বাড়িতেই ক্যারিওয়ে নাইটের আয়োজন করতে পারেন। হাতে মাইক নিয়ে ডুয়েট গাইতে পারেন নিজেরাই। ছবি: পিক্সাবে।
8/10

দু’জন মানুষের আলাদা শখ থাকতেই পারে। কিন্তু দু’জনে মিলেমিশে যখন সংসার চালান, তখন ক্যানভাসেও হয়ে যাক ডুয়েট। দু’জনে মিলে ক্যানভাসে ফুটিয়ে তুলুন অনুভূতি, ভাবনা। ছবি: পিক্সাবে।
9/10

একসঙ্গে থাকা মানে পরস্পরের খেয়াল রাখাও। একেবারে সকাল সকাল হোক, বা রাতে, একসঙ্গে হাঁটতে বেরোতে পারেন। যোগব্যায়ামও করতে পারেন ছাদে। ছবি: পিক্সাবে।
10/10

ছুটির দিনে জমিয়ে খাওয়ার অর্থ রান্নাঘরে সময় কেটে যায় একজনের। কিন্তু দু’জনে মিলে যদি একসঙ্গে সবজি কাটেন, রান্না করেন! দেখবেন ভাললাগা, ভালবাসা আরও গভীর হচ্ছে। ছবি: পিক্সাবে।
Published at : 02 May 2024 11:21 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
