এক্সপ্লোর
Shutting Down Insults: কিছু ক্ষেত্রে মুখ না চালানোই শ্রেয়, অপমান, কটাক্ষ সামলাতে খাটান বুদ্ধি
Human Behaviour: ঝগড়াঝাঁটি, তর্ক করে লাভ নেই কিছু ক্ষেত্রে। নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিন। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

অপমান হজম করা যেমন সহজ কাজ নয়, তেমনই অপমানের জবাব মোক্ষম জবাব দেওয়াও হয়ে ওঠে না সব সময়। ছবি: পিক্সাবে।
2/10

কিন্তু রোজকার জীবনে প্রায়শই অপমানিত হতে হয় আমাদের। ইচ্ছাকৃত ভাবে কেউ ছোট করে দেখানোর চেষ্টা করে, কেউ আবার অন্যকে অপমান করে নিজে আমোদ পায়। ছবি: পিক্সাবে।
Published at : 07 May 2024 12:16 PM (IST)
আরও দেখুন






















