এক্সপ্লোর
Life Lessons: নিজেকে ভালরাখার দায় নিজেরই, ধরেবেঁধে রাখা নয়, যেতে দিতে শিখুন
Self Reflections: কারও উপর নির্ভরশীল হয়ে থাকা নয়, নিজেই নিজেকে খুঁজে নিতে হবে। তাতে মানসিক শান্তি থাকবে জীবনে।
ছবি: পিক্সাবে।
1/10

কাউকে ভালবাসলে তাঁর উপর নির্ভরশীল হয়ে পড়ি আমরা। জীবনের সব সিদ্ধান্ত তাঁকে মাথায় রেখে নিতে শুরু করি। তাঁর পছন্দ-অপছন্দ অনুযায়ী পাল্টে ফেলি নিজেকেও। তাতের নিজের ব্যক্তিসত্তা হারিয়ে ফেলি আমরা।
2/10

এই ধরনের সম্পর্কের পরিণতি খুব একটা সখকর হয় না। একটা সময় পর, নিজেকে চিনতে পারি না আমরা। নিজে কর্মক্ষম হলেও, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ার অভ্যেস নিরাপত্তাহীনতায় ভোগায়।
Published at : 26 Jul 2023 09:37 AM (IST)
আরও দেখুন






















