Fuchka: ফুচকা খাওয়া শরীরের জন্য ক্ষতিকর না উপকারী?
By : abp ananda | Updated at : 22 Mar 2022 08:29 AM (IST)
ফুচকা খাওয়া আদৌ ভাল?
1/7
ফুচকা খেতে প্রায় সকলেরই ভাল লাগে। ফুচকার কথা শুনলে অনেকের মুখে জল চলে আসে। এর মধ্যে অনেকেই খুব বেশি পরিমাণে ফুচকা খান।
2/7
ফুচকা নিয়ে নানা রকম কথা শোনা যায়। বেশি ফুচকা খেলে এটি আপনাকে গুরুতর অসুস্থ করতে পারে।
3/7
ফুচকার জলে প্রচুর পরিমাণে নুন ব্যবহার করা হয়, তাই এটি খেলে রক্তচাপ বেড়ে যায়।
4/7
যেহেতু অনেকটা তেলে ফুচকা ভাজা হয় তাই বেশি খেলে স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে।
5/7
ফুচকা বেশি খেলে আরও নানা রকম সমস্যা দেখা দিতে পারে। ডায়রিয়া, ডিহাইড্রেশন, বমি বমি ভাব, জন্ডিস, আলসার, হজমে ব্যাঘাত, পেটে ব্যথা হতে পারে।
6/7
অনেক ফুচকা বিক্রেতা মোটেই হাইজিনের যত্ন নেন না, তাই ফুচকা দেখে খাবেন, যেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা রয়েছে, সমস্ত কিছুই ঢেকে রাখা হয়েছে এবং ফুচকা বিক্রেতা গ্লাভস পরে রয়েছেন কেবল সেখান থেকেই খাওয়া উচিত।
7/7
বর্ষাকালে ফুচকা না খাওয়াই ভাল। সেই সময় হাইজিন মেনে চলা অসম্ভব হয়ে পড়ে।