Hair Treatment: পুজোতেও উজ্জ্বল থাকুক চুল, কিন্তু কীভাবে?
পুজোয় চুল উজ্জ্বল রাখতে কোন বিষয়গুলি আবশ্যিক?
By : ABP Ananda | Updated at : 02 Oct 2022 12:30 PM (IST)
কীভাবে ভাল রাখবেন চুল?
1/6
পুজো শুরু। তার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে ত্বক আর চুলের যত্ন যেন বাদ না পড়ে যায়। পুজোর আগে থেকেই স্পা-হেয়ার মাসাজ, কালার, ট্রিম চললেও পুজোর মধ্যেও যেন সেই যত্নে কোথাও খামতি না থাকে।
2/6
পুজোর সময় ত্বক ও চুলকে উজ্জ্বল করে তোলার টিপস বিশেষজ্ঞরা দিয়েই থাকেন।
3/6
প্রথমেই যেমন লক্ষ্য রাখা উচিত চুলে কী প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে। কারণ সবরকম চুলের জন্য কিন্তু সবরকম প্রোডাক্ট নয়, সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। তাই যে শ্যাম্পু-কন্ডিশনার-মাস্ক ব্যবহার করবেন বলে ঠিক করেছেন সেখানে কী কী উপাদান আছে সেটা ভাল করে দেখে নেওয়া উচিত।
4/6
এ বিষয়ে অল ইন্ডিয়া হেয়ার অ্যান্ড বিউটি অ্যাসোসিয়েশন এর কলকাতার প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনল মেকআপ আর্টিস্ট এবং পিয়া পার্লারের কর্ণধার তপতী সিংহ জানিয়েছেন, ডিপ কনডিশনিং ট্রিটমেন্ট, কেরাটিন ট্রিটমেন্টও চুলের জন্য অত্যন্ত প্রয়োজন।
5/6
হেয়ার কাট থেকে কোন চুলে কতটা ট্রিটমেন্ট প্রয়োজন, কিংবা কোন কালার স্যুটেবল, কিংবা স্পা এর ক্ষেত্রে কোন ব্র্যান্ড কার্যকরী তা একজন বিশেষজ্ঞই সঠিকভাবে নির্ণয় করতে পারেন।
6/6
অনেকেই শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করে না। কিন্তু মনে রাখতে হবে ত্বকের পরিচর্যার জন্য আমরা যেমন ময়েশ্চারাইজার ব্যবহার করি ঠিক তেমনই চুলের ময়েশ্চারাইজার কিন্তু ধরে রাখে কন্ডিশনার। আর তাই এর ব্যবহার ভুললে একদমই চলবে না।