রইল আলিঙ্গন। হয়তো নেই তোমার কাছে, তবে তুমি রয়েছো হৃদয়ে। তাই আজকের বিশেষ দিনে রইল আলিঙ্গন।
2/9
কেউ বলে জাদু কী ঝাপ্পি, কেউ বলে ভালোবাসা, এসো আগলে নিই বুকে, শুভ আলিঙ্গন দিবস।
3/9
আগামিকাল ও তার পরের দিন যথাক্রমে চুম্বন দিবস ও ভ্যালেন্টাইন্স ডে। তার আগে আজকের দিনটি বিশেষ। কখনও ভাষার দরকার পড়ে না, শুধু আলিঙ্গনের উষ্ণতাই ভালোবাসার জানান দিয়ে যায়।
4/9
ভালোবাসার আলিঙ্গন মোটেই আবদ্ধ থাকে না ব্যক্তি বিশেষে।
5/9
পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ তোমাকে জড়িয়ে ধরতে পারা। শুভ আলিঙ্গন দিবস।
6/9
কাছে থেকে আগলে রাখার সুযোগ হয়তো নেই, তবে যেখানেই তুমি থাকো আজকের দিনে রইল বিশেষ আলিঙ্গন।