এক্সপ্লোর
Fennel Seeds: অতিরিক্ত মেদ ঝরাতে কীভাবে সাহায্য করে মৌরী? প্রতিদিনের মেনুতে কীভাবে যোগ করবেন এই মশলা?
Fennel Seeds: অনেকের বাড়িতেই মৌরী দিয়ে রান্না হয়। এর ফলে খাবারে পুষ্টিগুণ তো থাকেই সেই সঙ্গে পাওয়া যায় সুগন্ধ।
ফাইল ছবি, মৌরীর গুণ
1/10

ভারতীয় মশলার মধ্যে রয়েছে অনেক গুণ। বিভিন্ন মশলা বিভিন্ন কাজে লাগে। এর মধ্যে মৌরী হল অন্যতম। এই মশলা যেমন রান্নায় ব্যবহার করা যায়, তেমনই এর রয়েছে অন্যান্য অনেক গুণ।
2/10

অনেকেই সকালবেলায় খালি পেটে মৌরী ভেজানো জল খেয়ে থাকেন। ওজন কমাতে অর্থাৎ অতিরিক্ত বডি ফ্যাট ঝরাতে দারুণ ভাবে কাজে লাগে মৌরী।
Published at : 03 May 2023 08:33 AM (IST)
আরও দেখুন






















