এক্সপ্লোর
Sweet Potato: খোসা থেকে ভিতর পর্যন্ত পুষ্টিগুণে সমৃদ্ধ রাঙা আলু, বাড়তে দেয় না বয়স, প্রতিরোধ করে ক্যান্সারও
Health Tips: শুধু রঙিনই নয়, স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী রাঙা আলু। রাখতে পারেন রোজকার ডায়েটে।
ছবি: পিক্সাবে।
1/10

গ্রামে বড় হয়েছেন যাঁরা, শীতকালে আগুনে রাঙা আলু পুড়িয়ে খাওয়ার অভিজ্ঞতা জড়িয়ে রয়েছে তাঁদের শৈশবের সঙ্গে। শহুরে জীবনে আজকাল সেই সব অতীতে হয়ে দাঁড়িয়েছে।
2/10

তবে শহুরে জীবনে আলু রোগের কারণ হয়ে দাঁড়ালেও, রাঙা আলু মোটেও সেই গোত্রে পড়ে না। বরং এর গুণ শুনলে বাজারে গিয়ে খোঁজ করতে বাধ্য হবেন।
Published at : 04 Jan 2023 06:25 PM (IST)
আরও দেখুন






















