এক্সপ্লোর
Symptoms Of Covid 19 In Older Adults : জ্বর ছাড়াও এই উপসর্গগুলি দেখা যাচ্ছে করোনা আক্রান্ত বয়স্কদের মধ্যে, নজর রাখুন

এই উপসর্গগুলি দেখা যাচ্ছে করোনা আক্রান্ত বয়স্কদের মধ্যে
1/9

ওমিক্রন ঢেউয়ের সময় হাসপাতালে ভর্তির সংখ্যা কম। একথা ঠিকই, তবে সেই সঙ্গে এটাও ঠিক রাজ্যের সরকারি, বেসরকারি হাসপাতালগুলির আইসিইউ বেড বড় একটা খালি পড়ে নেই।
2/9

কোভিড আক্রান্ত হয়ে যাঁরা আইসিইউতে ভর্তি হচ্ছেন, তাঁদের মধ্যে বেশিরভাগই , ৯০-৯৫ শতাংশই কিন্তু ষাটোর্ধ্ব। একমো কেয়ার বিশেষজ্ঞ দা. দীপাঞ্জন চট্টোপাধ্যায় জানালেন, এঁদের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু অনেকেরই বেশ খারাপ হচ্ছে।
3/9

তাঁর অন্যতম কারণ হল, বৃদ্ধদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। উপরন্তু অনেকেরই টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর পেরিয়ে গিয়েছে বহু মাস। নেওয়া হয়নি বুস্টারও।
4/9

বয়স্কদের অনেকেরই কোমর্বিডিটি আছে। অনেকেরই হয়ত হার্টের সমস্যা আছে,। ফুসফুস বা লিভারের সমস্যা আছে। হয়ত ডায়ালিসিস চলছে। তাঁদের ক্ষেত্রে রোগটা মারাত্মক হচ্ছে।
5/9

অনেক বয়স্ক মানুষই কিন্তু বিছানায় শয্যাশায়ী। তাঁরা নিজেরা তেমন কিছু করে উঠতে পারেন না। তাই তাঁরা করোনা আক্রান্ত হলেও কাউকে পরিচর্যা করতে হবে।
6/9

করোনা আক্রান্ত বৃদ্ধ-বৃদ্ধাদের একা ছাড়লে চলবে না। সারাদিন তাপমাত্রা মনিটর করতে হবে। জ্বর এলেই টেস্ট করাতে হবে। অপেক্ষা করলে চলবে না। অনেকক্ষেত্রে দেখা যাচ্ছে বুকে ব্যথা, মাথা ঘুরে পড়ে যাওয়া বা স্ট্রোক হচ্ছে। সেই উপসর্গ নিয়ে আসার পর দেখা যাচ্ছে তাঁরা করোনা পজিটিভ।
7/9

আপনার বাড়িতে কেউ বয়স্ক থাকলে নিজেরাও ভ্যাকসিন নিয়ে নিন। পরিচারকরাও যেন ভ্যাকসিনেটেড হন।
8/9

বয়স্ক মানুষদের ভ্যাকসিন দেওয়ান। ওঁদের কাছাকাছি থাকাটা অত্যন্ত জরুরি। কারণ ওঁরা অনেক সময়ই নিজের অসুবিধের কথাটা বলে উঠতে পারেন না।
9/9

বাড়িতে অক্সিজেন স্যাচুরেশন ৩-৪ বার মাপতে হবে। পালস রেট মাপতে হবে। পরিমাণমতো খাওয়া-দাওয়া করছেন কিনা নজর রাখতে হবে। মল-মূত্র ঠিকঠাক হচ্ছে কিনা নজর রাখতে হবে।
Published at : 25 Jan 2022 12:44 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
