এক্সপ্লোর
Flu In Child : তীব্র গরমে জ্বরে পড়ছে শিশুরা, কী করবেন, কী করবেন না
তীব্র গরমে জ্বরে পড়ছে শিশুরা, কী করবেন, কী করবেন না
1/10

প্রবল গরম। এরই মধ্যে করোনা সঙ্কট। তবে আশার কথা এটাই, বাংলায় এখনও শিশুরা তেমনভাবে করোনা আক্রান্ত হচ্ছে না । কিন্তু এই মরশুমে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হচ্ছে বাচ্চারা । তবে বয়স ভেদে উপসর্গ ভিন্ন হয়।
2/10

স্কুলে বাচ্চারা একসঙ্গে একে অপরের টিফিন ভাগ করে খায়। যদিও করোনা আবহে তা নিয়ে নিষেধাজ্ঞা আছে। তবুও পাশাপাশি বসা, টিচারের অগোচরে টিফিনে ভাগ বসানো থেকে ভাইরাস ছড়িয়ে পড়ে।
Published at : 28 Apr 2022 08:09 AM (IST)
আরও দেখুন






















