এক্সপ্লোর
Fruit Salads: নিয়মিত ফ্রুট স্যালাড খেলে কী কী সুফল পাবেন?
ফ্রুট স্যালাড
1/10

স্বাস্থ্যে ফলের উপকারিতা অপরিসীম। শরীরের নানা ঘাটতি পূরণে সাহায্য করে ফল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শীতকাল হোক, গরমকাল হোক কিংবা বর্ষাকাল হোক, ফলের স্যালাড নিয়মিত খাবারের তালিকায় রাখা দরকার। ফ্রুট স্যালাড আমাদের শরীরের কী কী উপকার করে, সে সম্পর্কেও বিষদে জানাচ্ছেন তাঁরা।
2/10

বিশেষজ্ঞদের মতে, যাঁরা অতিরিক্ত ওজন কমানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, নিয়ম মেনে ডায়েট করছেন কিংবা শরীরচর্চায় মন দিয়েছেন, তাঁদের জন্য দারুণ উপকারী ফ্রুট স্যালাড। এতে কোনও প্রকার ক্যালোরি থাকে না। পাশাপাশি ফলে জলীয়ভাগ বেশি থাকায়, শরীরে জলের চাহিদা পূরণ করে। দ্রুত ওজন কমাতে সাহায্য করে।
Published at : 19 May 2022 06:32 PM (IST)
আরও দেখুন






















