এক্সপ্লোর
Heart Disease: কমবয়সীদের অকাল হৃদরোগের ঝুঁকি সিগারেট-মদে
web-chest-pain--new-still-170221
1/8

শখে-সাধে মদ্যপান, ধূমপান ও মাদকের ব্যবহারও তরুণদের পক্ষে বিপজ্জনক হতে পারে। এর সঙ্গে তরুণদের, বিশেষ করে, অল্পবয়সী মেয়েদের অকাল হৃদরোগের সম্পর্ক রয়েছে। নতুন এক গবেষণায় এমনই দাবি করা হয়েছে। হার্ট জার্নালে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, যাঁরা এ ধরনের চার বা তার বেশি জিনিসের নেশা করেন, তাঁদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৯ গুণ বেশি।
2/8

বাড়ন্ত শরীরে এই বিষয়ে প্রভাব সংক্রান্ত গবেষণায় বলা হয়েছে, মাদক পদার্থ ব্যবহারের ফলে রোগীদের কার্ডিওভাসকুলার সিস্টেমে সম্ভাব্য দীর্ঘমেয়াদি এই ক্ষতি সম্পর্কে দেশব্যাপী শিক্ষামূলক প্রচারের প্রয়োজন রয়েছে।লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটির অ্যান্টনি ওয়েইনে ওর এ কথা জানিয়েছেন।
Published at :
আরও দেখুন






















