এক্সপ্লোর
Health News:মাইগ্রেনে কেন বেশি কষ্ট মহিলাদেরই? মোকাবিলার উপায় কী?
Women And Migraine:মাইগ্রেন। শব্দটা চেনা। এই সমস্যায় ভোগেন, আশপাশে এমন মানুষের সংখ্য়াওকম নয়। কিন্তু সমস্যাটি যে পুরুষদে তুলনায় নির্দিষ্ট বয়সের মহিলাদের অনেক বেশি ভোগায়, সে কথা হয়তো অনেকের অজানা।
মাইগ্রেনে কেন বেশি কষ্ট মহিলাদেরই? মোকাবিলার উপায় কী?
1/8

'প্রায়ই শুনি মাথাব্য়থা! অফিস থেকে ফিরে আলো নিভিয়ে শুয়ে থাকে। কখনও আবার বমিও করে। ভাল করে ডাক্তার দেখায় না কেন কে জানে।'কথাগুলো চেনা চেনা লাগছে তো?
2/8

সমস্যার নাম? মাইগ্রেন। শব্দটা চেনা। এই সমস্যায় ভোগেন, আশপাশে এমন মানুষের সংখ্য়াও নেহাত কম নয়। কিন্তু সমস্যাটি যে পুরুষদে তুলনায় নির্দিষ্ট বয়সের মহিলাদের অনেক বেশি ভোগায়, সে কথা হয়তো অনেকের অজানা।
Published at : 25 Jul 2023 04:18 PM (IST)
আরও দেখুন






















