এক্সপ্লোর
Health Care: বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগিয়েছেন ? বন্ধ নাক থেকে মুক্তি পাবেন কী করে ? রইল টিপস
Blocked Nose Care: একটানা রোদের তাপ, তারপর আবার হঠাৎ বৃষ্টি , ঠান্ডা লেগে বন্ধ হয়েছে নাক ? কীভাবে মুক্তি পাবেন, দেখুন একনজরে
বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগিয়েছেন ? বন্ধ নাক থেকে মুক্তি পাবেন কী করে ? রইল টিপস
1/10

নাক বন্ধ হলে দীর্ঘদিন ধরে চলে আসা এই পদ্ধতিতেই মুক্তি সম্ভব। আপনি গরম জলের ভাপ নিতে পারেন। এতে মিউকাস বাইরে বেরিয়ে আসবে।
2/10

এর পাশাপাশি আপনি টাওয়েল গরম করে শেক নিতে পারেন। অথবা গরম জলে টাওয়াল ভিজিয়ে ভাল করে জল ফেলে নিয়ে নাক বরবার কপালে ছুয়ে রাখলেও স্বস্তি ফিরবে।
Published at : 26 May 2025 04:13 PM (IST)
আরও দেখুন






















