এক্সপ্লোর
Custard Apple: রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, খেয়াল রাখে ত্বকের, বৃদ্ধি করে হজমশক্তি, আর কী কী গুণ রয়েছে আতা ফলের মধ্যে?
Custard Apple Benefits: অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর হওয়ার ফলে আতা খেলে আমাদের শরীরের অক্সিডেটিভ ড্যামেজ হয় না। কিংবা এই জাতীয় ক্ষয়ক্ষতি হলে তা পূরণ হয়ে যায়।
![Custard Apple Benefits: অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর হওয়ার ফলে আতা খেলে আমাদের শরীরের অক্সিডেটিভ ড্যামেজ হয় না। কিংবা এই জাতীয় ক্ষয়ক্ষতি হলে তা পূরণ হয়ে যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/0cb5f28283c92af17b06c0009202cc0e1699210370682485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আতা ফলের গুণ
1/10
![কাস্টার্ড অ্যাপেল, বাহারি নাম শুনে অনেকেই এই ফল হয়তো চিনতে পারেন না। তবে বাংলায় একে বলে আতা ফল। সাধারণত যেসব ফলের নামের সঙ্গে আমরা পরিচিত তার তুলনায় এর নাম একটু কম শোনা গেলেও পুষ্টিগুণ কিন্তু ভরপুর রয়েছে এই ফলের মধ্যে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/850448eb18012e9849fa31f120be1ec5ab3ac.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
কাস্টার্ড অ্যাপেল, বাহারি নাম শুনে অনেকেই এই ফল হয়তো চিনতে পারেন না। তবে বাংলায় একে বলে আতা ফল। সাধারণত যেসব ফলের নামের সঙ্গে আমরা পরিচিত তার তুলনায় এর নাম একটু কম শোনা গেলেও পুষ্টিগুণ কিন্তু ভরপুর রয়েছে এই ফলের মধ্যে।
2/10
![আতা আদতে মধ্য-ক্রান্তীয় অঞ্চলের একটি ফল। মূলত শীতকালে এর ফলন হয়। এর আর একটি নাম চেরিমোয়া। আতা খেলে আপনি কী কী উপকার পেতে পারেন, একনজরে দেখে নেওয়া যাক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/88d136ab6045d14f3bbccb262e4963d64a249.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আতা আদতে মধ্য-ক্রান্তীয় অঞ্চলের একটি ফল। মূলত শীতকালে এর ফলন হয়। এর আর একটি নাম চেরিমোয়া। আতা খেলে আপনি কী কী উপকার পেতে পারেন, একনজরে দেখে নেওয়া যাক।
3/10
![আতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট উপকরণ রয়েছে। এই ফলের মধ্যে রয়েছে ফ্ল্যাভোনয়েডস এবং পলিফেনল। এছাড়াও রয়েছে ভিটামিন সি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/17995edd58ee9741a6760884b5f8bb3ae54f7.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট উপকরণ রয়েছে। এই ফলের মধ্যে রয়েছে ফ্ল্যাভোনয়েডস এবং পলিফেনল। এছাড়াও রয়েছে ভিটামিন সি।
4/10
![অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর হওয়ার ফলে আতা খেলে আমাদের শরীরের অক্সিডেটিভ ড্যামেজ হয় না। কিংবা এই জাতীয় ক্ষয়ক্ষতি হলে তা পূরণ হয়ে যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/5aa6c5054ef86466e6b382a470e7394d45f18.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর হওয়ার ফলে আতা খেলে আমাদের শরীরের অক্সিডেটিভ ড্যামেজ হয় না। কিংবা এই জাতীয় ক্ষয়ক্ষতি হলে তা পূরণ হয়ে যায়।
5/10
![চোখের স্বাস্থ্য ভাল রাখার জন্য যেকোনও সবুজ রঙে শাকসবজি এবং ফল কাজে লাগে। আতা ফল খেলেও দৃষ্টিশক্তি ভাল থাকে, প্রখর হয়। আতার মধ্যে থাকা কী কী উপকরণ চোখের স্বাস্থ্যের খেয়াল রাখে, জেনে নেওয়া যাক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/f5be337d1229412f74e31ca92a5ef19a5d047.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
চোখের স্বাস্থ্য ভাল রাখার জন্য যেকোনও সবুজ রঙে শাকসবজি এবং ফল কাজে লাগে। আতা ফল খেলেও দৃষ্টিশক্তি ভাল থাকে, প্রখর হয়। আতার মধ্যে থাকা কী কী উপকরণ চোখের স্বাস্থ্যের খেয়াল রাখে, জেনে নেওয়া যাক।
6/10
![আতার মধ্যে থাকে ক্যারোটিনয়েড অ্যান্টিঅক্সিডেট লুটেইন। এই উপকরণ চোখের স্বাস্থ্য ভাল রাখে। দৃষ্টিশক্তি ভাল করে। চোখের দৃষ্টি নষ্ট হতে দেয় না। চোখের দৃষ্টিশক্তি প্রখর করে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/f8bd68f21eab78dd128dc0e58239cb88f96fe.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আতার মধ্যে থাকে ক্যারোটিনয়েড অ্যান্টিঅক্সিডেট লুটেইন। এই উপকরণ চোখের স্বাস্থ্য ভাল রাখে। দৃষ্টিশক্তি ভাল করে। চোখের দৃষ্টি নষ্ট হতে দেয় না। চোখের দৃষ্টিশক্তি প্রখর করে।
7/10
![কাস্টার্ড অ্যাপেল অর্থাৎ আতা ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সলিউয়েবল ফাইবার। এই উপকরণ অন্ত্রের সমস্যা দূর করে এবং হজমশক্তি ভাল করে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/32eec0ef1c4e847af83370b55deb3babb2c90.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
কাস্টার্ড অ্যাপেল অর্থাৎ আতা ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সলিউয়েবল ফাইবার। এই উপকরণ অন্ত্রের সমস্যা দূর করে এবং হজমশক্তি ভাল করে।
8/10
![হজমশক্তি ভাল হয় বলে আতা ফলের সাহায্যে প্রদাহজনিত সমস্যা অর্থাৎ অ্যাসিডিটির সমস্যা দূর হয়। এছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে এই ফল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/5b31813ba092d97c47717c8e260ada5edb9fd.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
হজমশক্তি ভাল হয় বলে আতা ফলের সাহায্যে প্রদাহজনিত সমস্যা অর্থাৎ অ্যাসিডিটির সমস্যা দূর হয়। এছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে এই ফল।
9/10
![একাধিক ভিটামিন এবং মিনারেলস রয়েছে আতা ফলের মধ্যে। এই তালিকায় আছে ভিটামিন বি৬ এবং পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। ব্লাড প্রেশারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এইসব উপকরণ। এছাড়াও হৃদযন্ত্র সংক্রান্ত বিভিন্ন সমস্যা থেকে আপনাকে দূরে রাখে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/80d10a9cd2084fac9ab75d8bf193b6d1cce23.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একাধিক ভিটামিন এবং মিনারেলস রয়েছে আতা ফলের মধ্যে। এই তালিকায় আছে ভিটামিন বি৬ এবং পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। ব্লাড প্রেশারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এইসব উপকরণ। এছাড়াও হৃদযন্ত্র সংক্রান্ত বিভিন্ন সমস্যা থেকে আপনাকে দূরে রাখে।
10/10
![আতা ফলের মধ্যে রয়েছে ভিটামি এ, ভিটামিন বি৬ এবং ভিটামিন সি। এই সমস্ত ভিটামিন আমাদের ত্বকের জন্য খুবই ভাল। কারণ এগুলি ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করে যা ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/4bdf0fc047622a843b0a5763c64de9e632f6e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আতা ফলের মধ্যে রয়েছে ভিটামি এ, ভিটামিন বি৬ এবং ভিটামিন সি। এই সমস্ত ভিটামিন আমাদের ত্বকের জন্য খুবই ভাল। কারণ এগুলি ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করে যা ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে।
Published at : 06 Nov 2023 12:23 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
বাজেট
বাজেট
বাজেট
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)