এক্সপ্লোর
Health Tips: রাত জেগে কাজ, দেরি করে ঘুম থেকে ওঠা, প্রায়ই বাদ যাচ্ছে ব্রেকফাস্ট, শরীরে হতে পারে কী কী সমস্যা ?
Healthy Lifestyle Tips: সুস্থ থাকতে চাইলে ব্রেকফাস্ট না খেয়ে থাকা উচিৎ নয় একেবারেই। নিয়মিত ব্রেকফাস্ট না খেলে আমাদের শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সূত্র- পিক্সেলস। সুস্থ থাকতে হলে প্রতিদিনের জীবনে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। তার মধ্যে একটি হল নিয়মিত সঠিক সময়ে ব্রেকফাস্ট করা।
2/10

ছবি সূত্র- পিক্সেলস। দিনের পর দিন ব্রেকফাস্ট না করলে, শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই সময় থাকতেই সতর্ক হয়ে যান।
3/10

ছবি সূত্র- পিক্সেলস। অনেকেই রাত জেগে পড়াশোনা করেন, কাজ করেন। ফলে সকালে ঘুম থেকে স্বভাবতই দেরি হয়। এরপর আর তাঁরা ব্রেকফাস্ট খান না। পরিবর্তে তাঁরা 'ব্রাঞ্চ' খান, যা আদতে ব্রেকফাস্টের সময়ের পরে এবং লাঞ্চের আগে খাওয়া খাবার।
4/10

ছবি সূত্র- পিক্সেলস। রাতের খাবারের পর যেহেতু অনেকক্ষণ পেট খালি থাকে আমাদের, তাই ব্রেকফাস্ট খাওয়া জরুরি। নাহলে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে।
5/10

ছবি সূত্র- পিক্সেলস। প্রায়শই যদি ব্রেকফাস্ট না খান, তাহলে গ্যাসট্রিকের সমস্যা দেখা দিতে পারে। আর সকালবেলায় গ্যাস হয়ে গেলে মাথায় তীব্র যন্ত্রণা হতে পারে।
6/10

ছবি সূত্র- পিক্সেলস। সকালবেলায় সঠিক সময়ে ব্রেকফাস্ট করে নিলে আপনি ভরপুর এনার্জি পাবেন, চাঙ্গা থাকবেন। ফলে কাজ করতেও সুবিধা হবে।
7/10

ছবি সূত্র- পিক্সেলস। ব্রেকফাস্টে এমন ধরনের খাবার খাওয়ার চেষ্টা করুন, যা অনেকক্ষণ আপনার পেট ভরিয়ে রাখবে। এক্ষেত্রে ওটস একটি ভাল খাবার হতে পারে।
8/10

ছবি সূত্র- পিক্সেলস। ব্রেকফাস্টে এড়িয়ে চলা উচিৎ মিষ্টি জাতীয় খাবার। সকাল সকাল বেশি চিনি খাওয়া হয়ে গেলে, ব্লাড সুগারের মাত্রা বেড়ে যেতে পারে।
9/10

ছবি সূত্র- পিক্সেলস। অনেকে ব্রেকফাস্টে ফলের রস খেয়ে থাকেন। একদম খালি পেটে ফ্রুট জুস না খাওয়াই ভাল। অ্যাসিডিটি হয়ে যেতে পারে।
10/10

ছবি সূত্র- পিক্সেলস। আর এই সবের মধ্যে রোজ সকালে পেট ভরে ব্রেকফাস্ট করে নেওয়া কিন্তু জরুরি। ভালভাবে ব্রেকফাস্ট করলে দীর্ঘক্ষণ আপনার পেট ভর্তি থাকবে।
Published at : 30 Sep 2025 07:43 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























