Lips Care in Winter: শীতে ঠোঁট ফাটছে? যত্ন নিন এভাবে
By : abp ananda | Updated at : 30 Dec 2021 11:05 PM (IST)
ঠোঁটের যত্ন নিন
1/10
শীতকাল পড়তেই ঠোঁট ফাটছে। শীতকাল ভালো লাগুক আর না লাগুক, ঠোঁট ফাটার হাত থেকে রেহাই নেই। আবহাওয়ার পরিবর্তনের কারণে শুষ্ক হচ্ছে ত্বক। আর এই কারণেই ঠোঁট শুকিয়ে গিয়ে ফাটতে দেখা যায়। কীভাবে ঠোঁটের যত্ন নেবেন ঘরোয়া উপায়ে, দেখে নেওয়া যাক-
2/10
শুষ্ক ঠোঁটের পরিচর্যায় নিয়মিত ময়শ্চারাইজার বা অয়েনমেন্ট ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
3/10
যে সমস্ত লিপ বাম বাজারে পাওয়া যায়, তা ব্যবহার করা যেতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে সেই সমস্ত লিপ বামে যেন মেন্থল বা কর্পূর না দেওয়া থাকে।
4/10
শুষ্ক আবহাওয়ার সঙ্গে খেয়াল রাখা দরকার সূর্যের অতি বেগুনি রশ্মির কথাও। তাই যে সমস্ত লিপ বামে সানস্ক্রিন লোশনের উপকারিতা থাকে, তা ব্যবহার করুন।
5/10
ঠোঁট ফাটার হাত থেকে রেহাই পেতে প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার। প্রচুর পরিমাণে জল খেলে শুধু যে ঠোঁট ফাটা প্রতিরোধ করা যায়, তাই নয়, শরীরের জলীয়ভাবও বজায় থাকে।
6/10
ঠোঁট ফাটলে অনেকেরই বারবার জিভ দিয়ে চাটা অভ্যাস থাকে। বারবার ঠোঁটে জিভ দিলে তা আরও বেশি শুকিয়ে যায়।
7/10
ঠোঁট শুকিয়ে গেলে অনেকেই তাতে ব্রাশের ব্যবহার করেন। এছাড়া ঘষার অভ্যাস থাকে। ঠোঁট ভালো রাখতে এই সমস্ত অভ্যাস ত্যাগের প্রয়োজন।
8/10
শুষ্ক ঠোঁট সুস্থ রাখতে ঠোঁটে মধু ব্যবহার করতে পারেন। মধু যে ত্বকের জন্য কত উপকারী, তা বলাই বাহুল্য। ফাটা ঠোঁট সুস্থ রাখতে মধু দারুণ উপকারী।
9/10
মধু এবং চিনি একসঙ্গে ঠোঁটে হালকা হাতে ঘষতে পারেন। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, এতে ত্বকের মরা কোষ উঠে যায়। তবে, স্ক্রাবিং করার পর ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।
10/10
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।