এক্সপ্লোর
Ayurvedic Tips: গরমের মরশুমে শরীর ঠান্ডা রাখতে কী কী করবেন? রইল আয়ুর্বেদের কিছু টিপস
Body Cooling Tips:
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

গরমের দিনে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করলে আপনার শরীর ঠান্ডা থাকবে। অর্থাৎ নিয়ন্ত্রণে থাকবে দৈহিক তাপমাত্রা। যদি মাথার তালুতে নারকেল তেল দিয়ে মালিশ করতে পারেন আরাম এবং উপকার দুটোই পাবেন।
2/10

এছাড়াও নারকেল তেল যেকোনও ধরনের ত্বকের জ্বালাপোড়া, লালচে ভাব, র্যাশ-চুলকানি এইসব কমাতে সাহায্য করে। তাই গরমের দিনে ত্বকের তাপমাত্রা এবং উল্লিখিত সমস্যা কমাতে কাজে লাগে নারকেল তেল।
Published at : 24 May 2024 06:24 PM (IST)
Tags :
Body Cooling Ayurvedic Tipsআরও দেখুন






















