এক্সপ্লোর
Eye Care Tips: তীব্র গরমে ক্ষতি হয় চোখেরও, সতর্ক থাকবেন কীভাবে? দেখে নিন কিছু সহজ টিপস
Summer Eye Care Tips:
ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সৌজন্যে- Pexels। গরমকালে অতিরিক্ত তাপমাত্রার হাত থেকে রক্ষা পেতে প্রায় সকলেই ঘরে এয়ার কন্ডিশনার চালান। কিন্তু এই এসি মেশিন চোখের ক্ষতি করতে পারে। কারণ এসি চললে ঘরের ভিতরের বায়ু শুষ্ক হয়ে যায়। এর ফোলে ড্রাইনেস এবং ডিহাইড্রেশনের সমস্যা দেখা যায়।
2/10

ছবি সৌজন্যে- Pexels। চেষ্টা করুন চোখে যেন সরাসরি এসি মেশিনের ঠান্ডা হাওয়া না লাগে। আর দিনের বেশিরভাগ সময় এসি-তে থাকা হলে অবশ্যই চোখের জন্য বিশেষ আই ক্রিম ব্যবহার করুন।
Published at : 15 Jun 2024 06:40 PM (IST)
আরও দেখুন






















