এক্সপ্লোর
Hepatitis : দীর্ঘদিন ধরে কোনও ওষুধ খেলেও হতে পারে হেপাটাইটিস ! তাহলে উপায় ?
এমন অনেক সাধারণ ওষুধও আছে, যা দীর্ঘকাল ধরে খেয়ে গেলে তা লিভারের ক্ষতি করে দিতে পারে।
দীর্ঘদিন ধরে কোনও ওষুধ খেলেও হতে পারে হেপাটাইটিস !
1/8

হেপাটাইটিস হল যকৃত বা লিভারের প্রদাহ। অনেক কারণে হেপাটাইটিস হতে পারে। যেমন ধরুন, ভাইরাস ঘটিত সংক্রমণে, অত্যধিক অ্যালকোহল জাতীয় পানীয় সেবন করে।
2/8

কিন্তু হেপাটাইটিস হওয়ার আরেকটি কারণ অপেক্ষাকৃত কম আলোচিত। দীর্ঘকাল ধরে কোনও ওষুধ ব্যবহার করার ফলে হতে পারে হেপাটাইটিস। তাকে বলা হয়, Drug Induced Hepatitis ।
Published at : 11 Aug 2023 07:49 AM (IST)
আরও দেখুন






















