এক্সপ্লোর
Holi 2024: রঙের উৎসবে ভয়! চুলের যত্নে রইল বিশেষ টিপস
Hair Care Tips: বিশেষ দিনের জন্য চাই বিশেষ যত্ন। কীভাবে রঙের উৎসবে চুলের খেয়াল রাখবেন?
ছবি সৌজন্যে-পিটিআই
1/9

আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই দেশজুড়ে রঙের উৎসবে সামিল হবে সবাই। সারা বছর অপেক্ষার পর দেখা হবে প্রিয়জনদের সঙ্গেও। তবে আনন্দ-উৎসবের দিনে নিজেকে কোনওভাবেই অবহেলা নয়। অবশ্যই ত্বক এবং চুলের যত্ন নিতে হবে।
2/9

প্রতিদিন দূষণের জেরে চুলের স্বাস্থ্যের মারাত্মক প্রভাব পড়ছে। সেই আগুনে ঘি ঢালতে পারে রং। বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত এই রং চুল শুধু নষ্টই করে না, এর ফলে চুল পড়া, অকাল পক্কতাও হতে পারে। তাই বিশেষ দিনে চুলেরও বিশেষ যত্ন প্রয়োজন।
Published at : 17 Mar 2024 11:00 AM (IST)
আরও দেখুন






















