এক্সপ্লোর
Tulsi Benefits: ঝকঝকে ত্বক চাই? হাতের কাছেই সমাধান, কেন ব্যবহার করবেন তুলসি?
Skin Care Tips: হাতের কাছেই এমন জিনিস থাকে, যা ব্যবহার করতে হবে কীভাবে জানা নেই। এমনই এক উপাদান তুলসি যা ত্বকের পরিচর্যায় ব্যবহার করা যায়।
ফাইল ছবি
1/9

তুলসি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। যা ত্বকে অকাল বার্ধক্য রোধ করতে পারে। তুলসি ফ্রি র্যাডিকেল থেকে ত্বকের ক্ষতি রোধ করতে সাহায্য করে। ফলে ত্বকে দ্রুত বয়সের ছাপ পড়ে না।
2/9

উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তুলসি প্রদাহ এবং লালভাব কমাতেও সাহায্য করে। উভয়ই বার্ধক্যের ছাপ ফেলে ত্বকে। সরাসরি তুলসির নির্যাস ত্বকে অথবা তুলসি যুক্ত তেল ব্যবহার করতে পারেন।
Published at : 07 Mar 2025 10:39 PM (IST)
আরও দেখুন






















